ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে; নাকি বাংলাদেশই পিছিয়ে

ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে; নাকি বাংলাদেশই পিছিয়ে
ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে; নাকি বাংলাদেশই পিছিয়ে
গতকাল সিলেটের শেষ বিকেলে দুটি ক্যাচ ছেড়েছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। দ্বিতীয় ইনিংসের শুরুতে সাদমান ইসলামকে হারিয়ে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ধুঁকতে থাকলেও ম্যাচে ফেরার আভাস দিয়ে রাখল বাংলাদেশ। জয় দুইবার জীবন পাওয়ায় দ্বিতীয় দিনের শেষ বেলা ভালোই কাটল বাংলাদেশের।
৯ উইকেট হাতে নিয়ে সফরকারীদের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকেরা। অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে দারুণ কিছুর আশা দেখাচ্ছেন অভিজ্ঞ মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। তবে তৃতীয় দিন তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। মাহমুদুল জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।
সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে একক আধিপত্য দেখিয়ে এগিয়ে গেলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলেছে বাংলাদেশ। দিনের খেলা শেষ করে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানান, জিম্বাবুয়েকে ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিতে চান তারা।
১ উইকেট ৫৭ রান থেকে আজ কতদূর যেতে পারবে বাংলাদেশ? মিরাজ বলেছেন তাদের লক্ষ্যের কথা, ‘এখন যে উইকেট আছে, আমার কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’
'আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, ভালো সংগ্রহ দিতে পারি। আমরা পরে ডিফেন্ড করতে পারব।'
ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই দেখছেন মিরাজ। তবে বাংলাদেশকেই পিছিয়ে রাখছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। সিলেটের মাঠে বাংলাদেশকে হারানোর 'খুব ভালো সুযোগ' দেখছেন তিনি,
'আমি মনে করি, ম্যাচটি জেতার দারুণ সুযোগ আছে আমাদের। এখনও ২০-৩০ (আসলে ২৫) রানে এগিয়ে আছি। আজকে রাতে আমাদের বোলাররা বিশ্রাম পাবে, কালকে সকালে তারা আরও উদ্যম নিয়ে নামবে। কেউ জানি না, কী হতে পারে। এখনও ম্যাচে অনেক সময় বাকি। আমরা আগামীকাল সেরাটা দেব।'