Image

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতি

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতি

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতি

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ কোয়ালিফায়ার শেষে আইসিসি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বোলিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ১০ম অবস্থানে আছেন নাহিদা আক্তার। রাবেয়া খানও উন্নতি করেছেন। বাংলাদেশের শারমিন আক্তারও উঠে এসেছেন ব্যাটিং র‍্যাংকিংয়ে তার ক্যারিয়ারসেরা ২১তম স্থানে।

 এদিকে থাইল্যান্ডের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে আবারও আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হ্যালে ম্যাথিউস। মাত্র ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ম্যাথিউস। তার এই অনবদ্য পারফরম্যান্সে থাইল্যান্ডকে ছয় উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ, হাতে ছিল ২৩৫ বল। এই জয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ে তিনি দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে, যা তার ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানের এক ধাপ নিচে।

তবে ওয়েস্ট ইন্ডিজ দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। নেট রান রেটে মাত্র ০.০১৩ পিছিয়ে থাকায় বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানের সঙ্গে মূল পর্বে জায়গা করে নেয়।

আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ফিরেছেন শীর্ষ ২০ এ। থাইল্যান্ডের বিপক্ষে ৭৫ এবং স্কটল্যান্ডের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে তিনি পাঁচ ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে। তার সতীর্থ অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগ্যাস্ট, লরা ডিলানি ও লিয়া পলও এগিয়েছেন র‍্যাংকিংয়ে।

পাকিস্তানের সিদরা আমিন এখন ১৮তম স্থানে, আগের অবস্থান ছিল ২৩। তার সতীর্থ মুনিবা আলি ক্যারিয়ারসেরা ৩০তম স্থানে উঠেছেন। 

বলিংয়ে পাকিস্তানের সাদিয়া ইকবাল উল্লেখযোগ্য উন্নতি করেছেন। অলরাউন্ডারদের তালিকায় প্রেন্ডারগ্যাস্ট উঠে এসেছেন ১১তম স্থানে, পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা ১৫তম স্থানে রয়েছেন।

Details Bottom