‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না?’

‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না?’
‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না?’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চারদিনের মধ্যে টেস্ট হেরেছে বাংলাদেশ। ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস। ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে জিতল তারা। হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে। তবে পারফর্ম্যান্স যেন ঠিক তার উলটো পথে। জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয়ের পর তাই স্বাভাবিকভাবেই আলোচনায় ক্রিকেটারদের পারফরম্যান্স আর পারিশ্রমিক।
সংবাদ সম্মেলনে পারিশ্রমিক ও সুযোগসুবিধা বাড়ানোর বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা প্রশ্ন করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাংবাদিকদের কাছে জানতে চাইলেন, ‘বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?’
বিসিবির কেন্দ্রীয় তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি মাসে বোর্ড থেকে দশ লাখ টাকা বেতন পাবেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস ৮ লাখ টাকা করে মাসে বেতন পাবেন।
ক্রিকেটারদের বেতন গ্রেড বদলের পাশাপাশি ম্যাচ ফিও বেড়েছে। এই বছর থেকে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৮ লাখ, ওয়ানডের জন্য ৪ লাখ ও টি-টোয়েন্টির জন্য ২ লাখ ৫০ হাজার করে টাকা পাবেন ক্রিকেটাররা।