বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল ভারত। শনিবার ব্রিসবেনে অনুষ্ঠিত শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সফরকারীদের হাতে উঠেছে ট্রফি।


সিরিজের প্রথম চার ম্যাচের একটি বৃষ্টিতে পন্ড হয়েছিল। বাকি তিন ম্যাচে ভারত জেতে দুটি, অস্ট্রেলিয়া একটি। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছিল সিরিজ নির্ধারণী। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ভারত ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৫২ রান। 


ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে অপরাজিত ২৩ রান করেন, যাতে ছিল একটি ছক্কা ও একটি চার। অপর ওপেনার শুভমান গিল  অপরাজিত থাকেন ২৯ রানে। এরপরই নামে বৃষ্টি, এবং খেলা আর মাঠে গড়ায়নি।


বৃষ্টি নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত একটি বড় মাইলফলক স্পর্শ করেন অভিষেক শর্মা, ব্যক্তিগত ১১ রানের মাথায় স্পর্শ করেন ১০০০ রানের মাইলফলক। মাত্র ২৮ ইনিংসে এক হাজার রানে পৌঁছে তিনি হয়ে গেলেন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার, বিরাট কোহলির পরেই। কোহলি এই মাইলফলক স্পর্শ করেছিলেন ২৭ ইনিংসে।  


এক হাজার রানের মাইলফলক স্পর্শের দিনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬৩ রান করে সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন অভিষেক।


বিশ্ব ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি—দুজনেই ২৪ ইনিংসে পৌঁছেছিলেন চার অঙ্কের ঘরে।


শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজের চূড়ান্ত ফল নির্ধারিত হয় ভারতের পক্ষে। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ভারতের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি ভারতের তৃতীয় জয়, যেখানে বাকি দুটি সিরিজ ড্র হয়েছিল।