Image

করাচি থেকে সরে গেল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
করাচি থেকে সরে গেল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট

করাচি থেকে সরে গেল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট

করাচি থেকে সরে গেল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট

পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজের ফিক্সচারে সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় পিসিবি। প্রথম টেস্টের ভেন্যু মুলতানেই হবে পরের ম্যাচ। 

ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট খেলার কথা পাকিস্তানের। প্রথম ও তৃতীয় টেস্টের সময়সূচি ও ভেন্যু মূল পরিকল্পনা অনুযায়ী হলেও বদলে গেছে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ১৫ থেকে ১৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট যা মূলত করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে খেলার পরিকল্পনা করা হয়েছিল এখন তা মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

বাকি দুটি টেস্ট খেলা হবে মূল পরিকল্পনা অনুযায়ী মুলতানে ৭-১১ অক্টোবর এবং রাওয়ালপিন্ডিতে ২৪-২৮ অক্টোবর।

ম্যাচটি করাচি থেকে মুলতানে স্থানান্তর করা হয়েছে, কারণ করাচির স্টেডিয়ামটি আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করা হচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।

পিসিবি পরিচালক উসমান ওয়াহলা বলেন,'পিসিবি ইংল্যান্ডের ক্রিকেট দলকে পাকিস্তানে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। আমরা একটি প্রতিযোগিতামূলক টেস্ট সিরিজ এবং পাকিস্তানের বিখ্যাত আতিথেয়তা প্রদর্শনের জন্য প্রস্তুত।'

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সংশোধিত সময়সূচি-

৭-১১ অক্টোবর - প্রথম টেস্ট, মুলতান
১৫-১৯ অক্টোবর- দ্বিতীয় টেস্ট, মুলতান
২৪-২৮ অক্টোবর - তৃতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three