তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর

তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর

তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে হাসান ইসাখিলের সেঞ্চুরিকে ম্লান করে দিলো তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি। নোয়াখালীকে ৮ উইকেটে হারিয়ে রাইডার্স চমৎকার এক জয় তুলে নিয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের করা ১৭৪ রানের লক্ষ্য রংপুর পৌছে গেছে ২ বল হাতে রেখেই।

নোয়াখালী এক্সপ্রেস টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা করে ধীর গতিতে। দলীয় ৩৬ রানে প্রথম দুই উইকেট হারায় তারা। পাওয়ার প্লে থেকে আসে মাত্র ৩৩ রান। কিন্তু তারপর ই ব্যাটিং জ্বলে উঠেন হাসান ইসাখিল। 

হায়দার আলীর সাথে গড়েন ৭৩ বলে ১৩৭ রানের জুটি।  ইসাখিল অসাধারণ ব্যাটিং করে করেন ১০৭ রান মাত্র ৭২ বলে। তার সাথে হায়দার আলী যোগ করেন ৪২ রান। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে দাঁড়ায় ১৭৩/২। আলিস আল ইসলাম এবং নাহিদ রানা দলের হয়ে ১টি করে উইকেট নেন। 

টার্গেট তাড়া করতে নেমে রংপুর রাইডার্সের ব্যাটাররা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। ডাওয়িড মালান শুরুতেই ফেরেন ১৫ রান করে। তাওহিদ হৃদয় ৬৩ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাতেই লক্ষ্যের কাছাকাছি পৌছে যায় রংপুর।

অধিনায়ক লিটন দাস যোগ করেন ৩৫ রান। দলের ব্যাটিং দৃঢ়তার কারণে রংপুর নির্ধারিত লক্ষ্য সহজে পূর্ণ করতে সক্ষম হয়।

নোয়াখালীর বোলাররা মাঝেমধ্যে চাপ তৈরি করার চেষ্টা করলেও রংপুরের ব্যাটিং গভীরতার কাছে তা কার্যকর হয়নি।