টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলি খান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলি খান
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলি খান
আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাস্ট বোলার আলি খান। ভারতীয় ভিসা না পাওয়ায় টুর্নামেন্টের ভারত পর্বে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটক শহরে জন্ম নেওয়া আলি খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “India visa denied but KFC for the win” যার মাধ্যমে ভিসা প্রত্যাখ্যানের তথ্য প্রকাশ্যে আসে।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএ ক্রিকেট) কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আলি খানের জন্মস্থান সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের কারণেই তার ভিসা প্রক্রিয়া বিলম্বিত বা বাতিল হয়ে থাকতে পারে। উল্লেখ্য, অন্য দেশের নাগরিকত্ব থাকলেও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ক্ষেত্রে ভারতীয় ভিসা পেতে বাড়তি কাগজপত্র ও দীর্ঘ যাচাইয়ের নজির রয়েছে।
৩৫ বছর বয়সী আলি খান যুক্তরাষ্ট্র দলের অন্যতম অভিজ্ঞ পেসার। এখন পর্যন্ত তিনি ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৩ এবং টি-টোয়েন্টিতে ১৬। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ঋষভ পান্ত এবং পাকিস্তানের বিপক্ষে ফখর জামানের উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ আলি খান। ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৯৩ উইকেট। তিনি এর আগে আইএলটি২০ তে আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন। একসময় কলকাতা নাইট রাইডার্স তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে যুক্তরাষ্ট্র পড়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের চার ম্যাচের মধ্যে তিনটিই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। ফেব্রুয়ারি ৭ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তী ম্যাচগুলো হবে চেন্নাইয়ে।
অন্যদিকে, কয়েকটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র দলের আরও দুই খেলোয়াড় শায়ান জাহাঙ্গীর ও এহসান আদিলও একই ধরনের ভিসা জটিলতায় পড়তে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
