বৃষ্টি, চাপ আর ভাগ্যের নিষ্ঠুরতায় ভারতের কাছে হারল বাংলাদেশের যুবারা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস
-
2
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী
-
3
স্টিভ স্মিথের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্স থান্ডারকে হারিয়ে ডার্বি জয়
-
4
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
-
5
বিসিএসএ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
বৃষ্টি, চাপ আর ভাগ্যের নিষ্ঠুরতায় ভারতের কাছে হারল বাংলাদেশের যুবারা
বৃষ্টি, চাপ আর ভাগ্যের নিষ্ঠুরতায় ভারতের কাছে হারল বাংলাদেশের যুবারা
এই ম্যাচ ও হারা সম্ভব? বাংলাদেশ বলেই হয়তো সম্ভব। ১২৪/৩ থেকে মুহুর্তেই ১৪৬/১০ হয়ে যায় স্কোরকার্ড। ভিহান মানোজের বোলিং তোপে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের মুখ দেখে বাংলাদেশ।
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ মিশন ভারত শুরু করল জয় দিয়ে । বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮ রানে হেরে গেছে ভারতের কাছে। শনিবার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-এর এই ম্যাচে শেষ পর্যন্ত চাপ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশের যুবারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই অধিনায়ক আয়ুষ মাত্রে ও বেদান্ত ত্রিবেদী দ্রুত ফিরলে চাপে পড়ে ভারত। তবে ভৈভব সুর্যবংশীর আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ৬৭ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা।
সুর্যবংশীর বিদায়ের পর ইনিংস গুছিয়ে নেন উইকেটকিপার ব্যাটার অভিগ্যান কুন্দু। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১২ বলে ৮০ রান করেন তিনি। কনিশ্ক চৌহানের কার্যকর অবদানে ভারত ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়।
বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ২৯ ওভারে ১৬৫ রান। তবে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার যুবারা। অধিনায়ক আজিজুল হাকিম ৭২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেললেও বাড়তে থাকা রান রেট সামাল দিতে পারেনি দলটি। রিফাত বেগ করেন ৩৭ রান।
ভারতের পক্ষে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিহান মালহোত্রা। স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
