টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

টি–টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করে বিসিবি।

বৈঠকে বিসিবি বাংলাদেশের সরকার কর্তৃক উত্থাপিত নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগগুলো আইসিসির সামনে তুলে ধরে। এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

বিসিবি জানায়, আলোচনা ছিল গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে। সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলা ভাবে নিজেদের অবস্থান তুলে ধরে। বৈঠকে সম্ভাব্য বিকল্প হিসেবে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনা করা হয়, যাতে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব হয়।

আইসিসির পক্ষে বৈঠকে অংশ নেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই এই ইস্যুতে গঠনমূলক আলোচনার ধারা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।