রাহুলের শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাল ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রাহুলের শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাল ভারত
রাহুলের শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাল ভারত
প্রথম ওয়ানডেতে চাপের মুখে শান্ত ও পরিণত ব্যাটিং করে ভারতকে দারুণ এক জয় এনে দিলেন লোকেশ রাহুল। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটের রোমাঞ্চকর জয়ে শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠেন এই ভারতীয় ব্যাটার।
৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়ে যায় ভারত। ইনিংসের শেষ দিকে আহত ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে রাহুল তখন ১৭ বলে মাত্র ১৪ রানে ছিলেন। তবে ধৈর্যের সেই শুরুই শেষ ওভারে গিয়ে কাজে লাগে। ৪৯তম ওভারে ক্রিস্টিয়ান ক্লার্ককে টানা দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন রাহুল। ৪৯ ওভারেই ৬ উইকেটে ৩০৬ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। অপরাজিত থাকেন রাহুল (২৯) ও সুন্দর (৭)।
এর আগে হার্শিত রানার ২৩ বলে ২৯ রানের কার্যকর ইনিংস ভারতের কাজ অনেকটাই সহজ করে দেয়।
রান তাড়ায় শুরুটা আক্রমণাত্মক ছিল ভারতের। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুবমান গিল দ্রুত রান তুললেও ২৯ বলে ২৬ রান করে থামেন রোহিত। এরপর গিলের সঙ্গে জুটি গড়েন ভিরাট কোহলি। ৭১ বলে ৫৬ রান করে আদিত্য অশোকের বলে আউট হন গিল।
দারুণ ছন্দে থাকা কোহলি সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য। ৯১ বলে ৯৩ রানের ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। শ্রেয়াস আইয়ারও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস, তবে ৪৭ বলে ৪৯ রান করে কাইল জেমিসনের বলে ফিরে যান তিনি।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে শুরুতে ভালো ভিত গড়ে দেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। প্রথম উইকেটে তাদের ১১৭ রানের জুটি বড় সংগ্রহের আভাস দেয়। তবে মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরে ভারত। শেষদিকে ড্যারিল মিচেল ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও তাকে আউট করে চাপে ফেলে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রানেই থামে নিউজিল্যান্ড।
ভারতের তিন পেসারই দুটি করে উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়েই প্রথম ওয়ানডেতে সিরিজে এগিয়ে গেল ভারত।
