হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী

জয়ের চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে পিছিয়ে পড়ল সিলেট টাইটানস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৫ রানে হেরে প্রথম কোয়ালিফায়ারের আশা কঠিন করে ফেলল দলটি। এই জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচে প্রথমে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। জবাবে সিলেট টাইটানস ৯ উইকেটে ১৪২ রানে থামে।

রাজশাহীর শুরুটা ভালো না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। মুশফিক ৪০ ও শান্ত ৩৪ রান করেন। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন অপরাজিত ১৬ রান যোগ করেন। সিলেটের হয়ে নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনার হারায় সিলেট। পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও প্রয়োজনীয় রানরেটের চাপে পড়ে যায় দলটি। শেষদিকে মঈন আলীর ঝড়ো ২৭ রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিংয়ে রিপন মণ্ডল ৪ উইকেট নেন, আর বিনুরা ফের্নান্ডো শিকার করেন ২টি।