রংপুরের জয়রথ থামিয়ে উড়ছে ঢাকা মেট্রো, বাদ পড়ল রাজশাহী
রংপুরের জয়রথ থামিয়ে উড়ছে ঢাকা মেট্রো, বাদ পড়ল রাজশাহী
রংপুরের জয়রথ থামিয়ে উড়ছে ঢাকা মেট্রো, বাদ পড়ল রাজশাহী
এনসিএল টি-টোয়েন্টিতে রংপুরের জয়রথ থামিয়ে উড়ছে ঢাকা মেট্রো। দুই হার না মানা দলের লড়াইয়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। অন্যদিকে দিনের অপর ম্যাচে ঢাকার কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্টে প্লে অফ খেলার দৌড় থেকে বাদ পড়েছে রাজশাহী।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। দলীয় ৩৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। সপ্তম উইকেটে আলাউদ্দিন বাবু ও এনামুল হকের ৬৪ রানের জুটিতে ১০০ রান পার করে রংপুর।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আলাউদ্দিন বাবু। এনামুল অপরাজিত থাকেন ৩৪ রানে। ৩ বল থাকি থাকতে ১২৫ রানে অলআউট হয়ে যায় রংপুর। ঢাকা মেট্রোর হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি।
সাদমান ইসলামের ৫৪ এবং আনিসুল ইসলামের ২৯ রানে মাত্র ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে ঢাকা মেট্রো। তাছাড়া ইমরানুজ্জামান করেন ২৫ রান। টানা ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার এখন ঢাকা মেট্রো। ৫ ম্যাচ জেতা রংপুরও ঢাকা মেট্রোর সঙ্গে নিশ্চিত করেছে প্লে অফ খেলা।
অন্য ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪০ রান তুলতেই অলআউট হয়ে যায় তারকাসমৃদ্ধ রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন তাওহীদ হৃদয়। ৩২ রান করেন সাব্বির হোসেন। নাজমুল হোসেন শান্ত ১ ও মুশফিকুর রহিম করেন ১৩ রান। ঢাকার হয়ে ৩ টি উইকেট পান ইকবাল হোসেন ইমন। ২ টি করে পান নাজমুল ইসলাম অপু ও সুমন খান।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানের ওপেনিং জুটি ভেঙে ৩৩ রানে আউট হন রনি তালুকদার। আরেক ওপেনার জাওয়াদ আবরার খেলেন ৩৯ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস। ১৯ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন আরিফুল ইসলাম। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জয় নিশ্চিত করে ঢাকা।
এই হারে টেবিলের তলানিতে থাকা রাজশাহীর বিদায় নিশ্চিত হয়েছে। এক ধাপ উপরে থাকা ঢাকার আশা বেঁচে আছে কাগজে কলমে।