Image

প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা ও সিলেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা ও সিলেট

প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা ও সিলেট

প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা ও সিলেট

বুধবার এনসিএল টি-টোয়েন্টিতে পৃথক পৃথক ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট। চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা, অন্যদিকে বরিশালের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। শেখ পারভেজ জীবনের জোড়া আঘাতে মাত্র ৪৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে চট্রগ্রাম। পঞ্চম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও সিরাজ মিয়া।

রাব্বির ৩৯ বলে ৬১ রানের টর্নেডো ইনিংসে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে চট্রগ্রাম। খুলনার হয়ে ৩ টি করে উইকেট পান শেখ পারভেজ জীবন ও জায়েদ উল্লাহ।

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে হারায় খুলনা। আজিজুল হাকিম তামিম করেন ২৫ বলে ৩৬ রান। সোহানের ২০ এবং জিয়াউর রহমানের ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখে জয় পায় খুলনা।

দিনের অন্য ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার ইফতেখার ইফতি। মইন খান ১৬ এবং অধিনায়ক সোহাগ গাজী করেন ১১ রান। শেষ দিকে কামরুল রাব্বি করেন ২৫ রান। সিলেটের হয়ে ৩ টি করে উইকেট পায় এবাদত হোসেন এবং তোফায়েল আহমেদ।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং উইকেট জুটিতে ৩৮ রান তোলেন তৌফিক খান তুষার ও জিশান আলম। তুষার ২১ ও জিসান করেন ১২ রান। ওয়াসিফ আকবর করেন ২০ রান। শেষ দিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ৩০ বলে ১৮ রানের ধীর গতির ইনিংসে জয় পায় সিলেট। ৭ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে নিশ্চিত করে মাঠ ছাড়ে সিলেট। বরিশালের হয়ে ৩ টি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি।

এই জয়ে এনসিএল টি-টোয়েন্টির প্লে অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল খুলনা ও সিলেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three