Image

বিপিএল ২০২৫ এ মাঠে বিনামূল্যে পানি, ব্র্যান্ডিংয়ে এলইডি স্ক্রিণ সহ আরও যা যা থাকছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫ এ মাঠে বিনামূল্যে পানি, ব্র্যান্ডিংয়ে এলইডি স্ক্রিণ সহ আরও যা যা থাকছে

বিপিএল ২০২৫ এ মাঠে বিনামূল্যে পানি, ব্র্যান্ডিংয়ে এলইডি স্ক্রিণ সহ আরও যা যা থাকছে

বিপিএল ২০২৫ এ মাঠে বিনামূল্যে পানি, ব্র্যান্ডিংয়ে এলইডি স্ক্রিণ সহ আরও যা যা থাকছে

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার শুরু হচ্ছে নতুনভাবে। দর্শকদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। মাঠে আসা দর্শকদের খাবারের জন্য খরচ করতে হবে না অতিরিক্ত দাম, যা দেখা গেছে আগের আসরগুলো এমনকি সব সিরিজে। মাঠের সব গ্যালারিতে বিনামূল্যে পানি খাওয়ার ব্যবস্থা রাখবে বিসিবি। 

'দেখা হবে ময়দানে', 'এসো দিন বদলাই, পৃথিবী বদলাই', দারুণ সব স্লোগান নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় ২০২৫ বিপিএল। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম ঘোষণা দেন বেশ কিছু নয়া সংযোজনের,

'মাঠে একজন দর্শক যেন কোনরকম বিপাকে না পড়তে হয়। খাবারের অনুযায়ী দাম থাকবে।এমনকি পানি আমরা ফ্রি'তেও ব্যবস্থা করতে পারি। মানুষ যেন পরিবার নিয়ে মাঠে এসে খুব উচ্ছ্বাসের সাথে খেলা উপভোগ করতে পারে। এবং তারা যেন এমন সব কিছু দেখে যাতে করে পরেরদিনও মাঠে আসতে আগ্রহ পায়।'

'টিভিতেও যারা খেলা দেখবে তারা যেন ভালো কিছু দেখতে পারে চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরও ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকিটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ।'

জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ও সাইড স্ক্রিণে স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড স্থাপন করা হবে। যা বিশ্বের সেরা সেরা টুর্নামেন্টগুলোতে দেখা যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three