ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার জন্য। হ্যামস্ট্রিং চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। তিনি ইতোমধ্যেই কলম্বোতে ফিরে এসে হাই পারফরম্যান্স সেন্টারে ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। গত আগস্টেও হ্যামস্ট্রিংয়ে ব্যাথা অনুভব করায় ভারতের বিপক্ষে পুরো সিরিজ খেলতে পারেননি হাসারাঙ্গা।
হাসরাঙ্গার জায়গায় দলে নেয়া হয়েছে ৩০ বছর বয়সী অলরাউন্ডার দুশান হেমন্থকে। এখন পর্যন্ত ৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন হেমন্থ। যেখানে ৫ ম্যাচে তার রান ৩৯।
এদিকে শ্রীলঙ্কার হাসারাঙ্গার মত ইনজুরির কারণে কিউই শিবির থেকেও ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। ফার্গুসনের বদলে দলে ডাক পেয়েছেন অ্যাডাম মিলনে।
আগামী ১৩ ডাম্বুলা এবং ১৭ ও ১৯ নভেম্বর পাল্লেকেলেতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।