বাটলার পাওয়ারে উইন্ডিজে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়
বাটলার পাওয়ারে উইন্ডিজে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়
বাটলার পাওয়ারে উইন্ডিজে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর এবার দ্বিতীয়টিতে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো সফরকারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে মাত্র ১৪.৫ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে ইংলিশরা।
ওভালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২০ রানেই ২ ওপেনারকে হারিয়ে ফেলে তারা। তারপর ৭ বলে ১৩ রান করে আউট হন রস্টন চেজ। দেখেশুনে ব্যাটিং করতে থাকেন রভম্যান পাওয়েল। ২৩ বলে মাত্র ১৪ রানের ধীর গতির ইনিংস খেলে নিকোলাস পুরান আউট হলে আবারো চাপে পড়ে স্বাগতিকরা।
৪১ বলে ৪৩ রান করে সাজঘরে ফেলেন পাওয়েল। এটাই ক্যারিবিয়ানদের এই ম্যাচে সর্বোচ্চ রান। শেষ দিকে রোমারিও শেফার্ডের ১২ বলে ২২ ও ম্যাথিও ফোর্ডের ৬ বলে ১৩ রানের কামিওতে ১৫৮ রান করতে পারে ক্যারিবিয়ানরা।
ইংলিশদের হয়ে ২ টি করে উইকেট নেন সাকিব মাহমুদ, লিয়াম লিভিংস্টোন এবং ড্যান মউসলে।
লক্ষ্য তাড়া করতে নেমে গোল্ডেন ডাক মারেন ফিল সল্ট। তারপর উইং জ্যাকস এবং জশ বাটলার মিলে রান তোলেন ঝড়ের গতিতে। এই জুটি থেকে আসে ৭২ বলে ১২৯ রান। ২৯ বলে ৩৮ রান করে আউট হন জ্যাকস।
বাটলারকে সঙ্গ দিতে আসা লিভিংস্টোন ক্রিজে এসেই চড়াও হন ক্যারিবিয়ান বোলারদের উপর। অপর প্রান্তে বাটলার চালিয়ে যাচ্ছিলেন টর্নেডো ব্যাটিং। রোমারিও শেফার্ডের বলে রভম্যান পাওয়েলের হাতে ধরা দেয়ার আগে বাটলার খেলেন ৪৫ বলে ৮৩ রানের যুগান্তকারী ইনিংস। তার ইনিংসে ছিল ৮ টি চার ও ৬ টি ছক্কা। শেফার্ডকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন লিভিংস্টোন। অপরাজিত থাকেন ১১ বলে ২৩ রানে। ম্যাচ সেরা হন বাটলার।