Image

পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারালেন নিদা, আলিয়া রিয়াজ; ফাতিমা সানার উন্নতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারালেন নিদা, আলিয়া রিয়াজ; ফাতিমা সানার উন্নতি

পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারালেন নিদা, আলিয়া রিয়াজ; ফাতিমা সানার উন্নতি

পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারালেন নিদা, আলিয়া রিয়াজ; ফাতিমা সানার উন্নতি

শনিবার নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ১৬ জন ক্রিকেটার। ২০২৪-২৫ আসরের জন্য এই চুক্তি পহেলা জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে। 

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা এবং উইকেটরক্ষক-ব্যাটর মুনিবা আলি আছেন ক্যাটাগরি 'এ' তে।  বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল ক্যাটাগরি বি-তে রয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নির্ধারিত হয়েছে এইসব ক্যাটাগরি।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন করে ৩ জন প্রবেশ করেছেন। এরা হলেন গুল ফিরোজা, রামিন শামীম এবং তাসমিয়া রুবাব। তাসমিয়া প্রথমবারের মতো চুক্তির অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে রামিন এবং গুল যথাক্রমে ২০১৮ এবং ২০২২-২৩ এর পরে প্রথম বার কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরে এসেছেন।

আলিয়া রিয়াজ, আনোশা নাসির, আইমান ফাতিমা, নিদা দার, শাওয়াল জুলফিকার এবং সিদরা নওয়াজ বাদ পড়েছেন চুক্তি থেকে।  পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ বলেন,

 "পিসিবি-র পক্ষ থেকে, ফাতিমা সানা, মুনিবা আলী এবং সাদিয়া ইকবালকে তাদের পদোন্নতির জন্য এবং সেইসাথে তাসমিয়া রুবাবকে প্রথমবার কেন্দ্রীয় চুক্তি পাওয়ার জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি গুল ফিরোজা এবং রমিন শামীম তাদের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় চুক্তিতে ফিরে আসায় আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে"

তিনি আরো বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট একটি শক্তিশালী এবং আরও প্রতিযোগিতামূলক পাকিস্তান নারী দল গড়ে তোলা যা বিশ্ব মঞ্চে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ করতে পারে এবং আসন্ন আইসিসি ইভেন্টগুলিতে গর্বের সাথে জাতির প্রতিনিধিত্ব করতে পারে।"

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা-

ক্যাটাগরি এ-ফাতিমা সানা, মুনিবা আলী ও সিদরা আমিন

 ক্যাটাগরি- বি-  নাশরা সুন্ধু, সাদিয়া ইকবাল

ক্যাটাগরি সি-ডায়না বেগ, ওমাইমা সোহেল

ক্যাটাগরি ডি -গোলাম ফাতিমা, গুল ফিরোজা, নাজিহা আলভি, রামিন শামীম, সাদাফ শামাস, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব, তুবা হাসান, উম্মে-ই-হানি

Details Bottom
Details ad One
Details Two
Details Three