বিপিএল ২০২৫: রংপুর রাইডার্সের সব ম্যাচের সূচি
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
বিপিএল ২০২৫: রংপুর রাইডার্সের সব ম্যাচের সূচি
বিপিএল ২০২৫: রংপুর রাইডার্সের সব ম্যাচের সূচি
২০২৫ বিপিএল দরজায় কড়া নাড়ছে। টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে রংপুর রাইডার্স। নতুন দল ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে রাইডার্সের প্রথম ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। পরের দিন একই সময়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে যাবে রংপুর। ২৩ ও ২৬ জানুয়ারি এক প্রতিপক্ষ দুর্বার রাজশাহীর বিরুদ্ধে টানা দুই ম্যাচ খেলবে সৌম্য-সাইফউদ্দিনরা।
৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। শুরুর ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে নুরুল হাসান সোহানের দল খেলবে ৪ ম্যাচ। এরপর রাইডার্সের গন্তব্য চট্টগ্রামে, সাগরিকায় কেবল ২ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে মাঠে নামবে।
গেল আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রাখে রংপুর দেশীয় ক্রিকেটারদের মধ্যে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সাথে দলে ভিড়িয়েছে পাকিস্তানের আরও দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভালকার এবারই প্রথম বিপিএল মাতাতে আসছেন। যুক্তরাষ্ট্রের আরও এক ক্রিকেটার স্টিভেন রায়ান টেইলরকে দলে নিয়েছে রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। আফগানিস্তানের আল্লাহ গাজানফারও এবার নিজের প্রথম বিপিএল খেলবেন রংপুরের জার্সিতে।
রংপুর রাইডার্সের বিপিএল ফিক্সচার-
৩০ ডিসেম্বর, রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
৩১ ডিসেম্বর, রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
২ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
৬ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১:৩০, সিলেট
৭ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, সিলেট
৯ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, সিলেট
১৩ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১৭ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৭:০০, চট্টগ্রাম
২৩ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২৬ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
২৯ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস, দুপুর ১:৩০, ঢাকা
৩০ জানুয়ারি, রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, দুপুর ১:৩০, ঢাকা
রংপুর রাইডার্স স্কোয়াড-
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।
খুশদিল শাহ (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), আল্লাহ গজনফার (আফগানিস্তান), সৌরভ নেত্রভালকার (যুক্তরাষ্ট্র), স্টিভেন রায়ান টেইলর (যুক্তরাষ্ট্র), আকিফ জাভেদ (পাকিস্তান), কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)।