জনসনের ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে অজিদের সিরিজ জয়
জনসনের ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে অজিদের সিরিজ জয়
জনসনের ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে অজিদের সিরিজ জয়
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ১৩ রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিলো স্বাগতিকরা। অজিদের জয়ের নায়ক ২৬ রানে ৫ উইকেট নেয়া স্পেন্সার জনসন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই অজি ওপেনার ম্যাথু শট ও জ্যাক ম্যাকগার্ক। দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৯ বলে ২০ রান করে বিদায় নেন ম্যাকগার্ক।
তারপরেই ছন্দপতন। মাত্র ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৩২ রান করেন ম্যাথু শট। হারিস রউফ, আব্বাস আফ্রিদিদের বোলিং তোপে একের পর এক উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতি কমে যায় অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল ২১, টিম ডেভিড ১৮ এবং এরন হাডি থামেন ২৮ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাড়ায় ১৪৭ রান।
পাকিস্তানের হয়ে ৪ অজি ব্যাটারকে আউট করেন হারিস রউফ। ৩ উইকেট আব্বাস আফ্রিদির।
জবাব দিতে নেমে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরে স্পেন্সর জনসন। স্পেন্সর জনসনের জোড়া আঘাতে ৪৪ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। তারপর উসমান খান এবং ইরফান খান মিলে গড়েন ৩৫ বলে ৫৮ রানের জুটি।
৩৮ বলে ৫২ রান করে জুটি ভেঙে উসমান আউট হলে আর কোনো প্রতিরোধ গড়তেই পারেনি পাকিস্তান। একপ্রান্তে ইরফান খান থাকলেও অন্য প্রান্তে চলেছে আসা যাওয়ার মিছিল। হারিস রউফকে রান আউটের ফাঁদে ফেলে ২ বল আগেই ১৩৪ রানে পাকিস্তানকে অলআউট করে ফেলে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৬ টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্পেন্সর জনসন। তাছাড়া ২ টি উইকেট নেন এডাম জাম্পা।