Image

পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত, কঠোর সমালোচনা সাবেকদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত, কঠোর সমালোচনা সাবেকদের

পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত, কঠোর সমালোচনা সাবেকদের

পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত, কঠোর সমালোচনা সাবেকদের

পাকিস্তানে অনুষ্ঠাতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তালবাহানাতে এবার চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানে দল পাঠাবেনা বিসিসিআই, এই খবর প্রকাশের পরেই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকারা। 

পিসিবি নিশ্চিত করেছে ভারত, পাকিস্তানে খেলতে না যাওয়ার অনিচ্ছার বিষয়ে আইসিসির কাছ থেকে একটি ই-মেইল পেয়েছে। ভারত হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানিয়েছে। একারণে পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছেন।

'এটা একটা তামাশা হচ্ছে। আমরা যদি আদৌ ভারতের সঙ্গে নাও খেলি, পাকিস্তানের ক্রিকেট শুধু টিকেই থাকবে না, উন্নতিও করবে। যেটা অতীতেও দেখা গেছে। আমি দেখতে চাই যে আইসিসি ইভেন্টগুলি কীভাবে অর্থ উপার্জন করে যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে ম্যাচ না হবে।' 

সাবেক টেস্ট অধিনায়ক ইনজামাম-উল-হকও ভারতের উপর অসন্তোষ প্রকাশ করেছেন, 'তারা এত বড় উপলক্ষ্য থেকে ক্রিকেটকে বঞ্চিত করছে। পাকিস্তানে ভারতীয় দলের জন্য কোন হুমকি নেই। পাকিস্তানে আসলে তারা এখানে সেরা আতিথেয়তা পাবে।'

আরেক সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ বলছেন ভারতের বিরুদ্ধে পিসিবিকে শক্তিশালী বিবৃতি দিতে। তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে। যখন সব দল কোনো সমস্যা ছাড়াই পাকিস্তানে খেলছে, তখন ভারতের এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে রাজনৈতিক এবং ক্রিকেট সহ সব খেলায় এটা অগ্রহণযোগ্য হওয়া উচিত।'

সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খানের মতে খেলাধুলা এবং রাজনীতি একসাথে মিলানো উচিত নয়, 'আমি বলতে চাচ্ছি যে ভারত সরকার কি সত্যিই বিশ্বাস করে যে পাকিস্তানে তাদের দলের জন্য কোন হুমকি আছে। কিন্তু আমি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত থাকার পরামর্শ দেব।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three