চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না এলে বয়কটের হুশিয়ারি পাকিস্তানের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না এলে বয়কটের হুশিয়ারি পাকিস্তানের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না এলে বয়কটের হুশিয়ারি পাকিস্তানের
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা এখনো কাটছেনা। দিন যত যাচ্ছে ততই বাড়ছে জটিলতা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এ কথা ইতোমধ্যেই পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। তবে এবার বেঁকে বসেছে পাকিস্তান। ভারত না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে আসার হুঁশিয়ারি পাকিস্তানের।
রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র দেশটির একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, " বোর্ড আইসিসির কাছ থেকে একটি ইমেইল পেয়েছে। যাতে বিসিসিআই তাদের জানিয়েছে যে তাদের দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ভ্রমণ করবে না", বিষয়টি "তাদের পরামর্শ ও নির্দেশনার জন্য পাকিস্তান সরকারের কাছে" পাঠানো হয়েছে।
শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড ই নয় ভারতের না আসার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে পাকিস্তান সরকার ও। পাকিস্তানি সংবাদমাধ্যমকে একটি সূত্র বলেছে, "সরকারের তরফ থেকে পিসিবিকে নিশ্চিত করতে বলা হয়েছে যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন অংশগ্রহণ না করে,"
এই সংবাদমাধ্যমের মতে, সরকার পিসিবিকে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেকোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানকে না খেলতে বলতে পারে। যতক্ষণ না সরকারী পর্যায়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যাগুলি সমাধান করা হয়।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তানে এসে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। গত এশিয়াকাপেও আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে ভারতের কারণে তা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। এবারো এমন কিছুর ই দাবি ভারতের। তবে এবার ভারতকে আলাদা সুবিধা দিতে হাইব্রিড মডেলে যাবেনা পাকিস্তান তা জানিয়ে দিয়েছে পিসিবি প্রধান মহসিন নাকভি।