Image

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্সের সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্সের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্সের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্সের সব ম্যাচের সূচি

৩০ ডিসেম্বর বিপিএল শুরু হলেও পরের দিন মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম দুই ম্যাচে একই প্রতিপক্ষ রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াইয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট। ঘরের মাঠে এই আসরে তারা খেলবে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ। 

৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। শুরুর ঢাকা পর্বে মাত্র ১ ম্যাচ খেলে হোম ভেন্যু সিলেটে পৌঁছে খেলবে সবচেয়ে বেশি ৫ ম্যাচ। চট্টগ্রাম কিংসও নিজেদের দর্শকের সামনে সমান পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ঢাকা ও সিলেট পর্ব শেষ করে স্ট্রাইকার্সের গন্তব্য চট্টগ্রামে, সাগরিকায় ৩ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে মাঠে নামবে তারা। 

সবকিছু ঠিক হলে টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলবেন মাশরাফি বিন মর্তুজা। আগের আসরে খেলা জাকির হাসান ও তানজিম হাসান সাকিবও আছেন স্কোয়াড। এবারের আসরে অবশ্য নতুন করে যুক্ত হয়েছেন ঘরের ছেলে জাকের আলি অনিক। 

জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন ওপেনিং ব্যাটার রনি তালুকদার, পেসার আল-আমিন হোসেন, স্পিনার আরফাত সানি, অলরাউন্ডার আরিফুল হক। নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে নিয়ে শক্তিশালী হয়েছে তাদের স্পিন আক্রমণ। পল স্টার্লিং, জর্জ মুন্সিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল, আফগান ব্যাটার সামিউল্লাহ শেনওয়ারি ও ইংলিশ পেসার রিস টপলি। 

সিলেট স্ট্রাইকার্সের বিপিএল ফিক্সচার-

৩১ ডিসেম্বর, সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
৬ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স, দুপুর ১:৩০, সিলেট
৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১০ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৭:০০, সিলেট
১২ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্স, দুপুর ১:৩০, সিলেট
১৩ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস, দুপুর ১:৩০, সিলেট
১৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম দুর্বার রাজশাহী, দুপুর ২:০০, চট্টগ্রাম
২০ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২৩ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২৬ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, ঢাকা
২৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
৩০ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০, ঢাকা। 

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড- 

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলি অনিক, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম। 

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মুন্সি (স্কটল্যান্ড), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three