Image

মিরপুর টেস্ট জয়ের বিশ্বাস বাংলাদেশ দলের আছেঃ মুশতাক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুর টেস্ট জয়ের বিশ্বাস বাংলাদেশ দলের আছেঃ মুশতাক

মিরপুর টেস্ট জয়ের বিশ্বাস বাংলাদেশ দলের আছেঃ মুশতাক

মিরপুর টেস্ট জয়ের বিশ্বাস বাংলাদেশ দলের আছেঃ মুশতাক

মিরপুর টেস্টে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে রেখে বাংলাদেশ এগিয়ে ৮১ রানে। ৮৭ রান করে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। আর তাতেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশেরের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ রাখতে বললেন সেই বিশ্বাস।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে বার-বার'ই জয়ের জন্য বিশ্বাস রাখতে বললেন মুশতাক আহমেদ, "একটু চিন্তার বিষয় আছে তবে এভাবে ম্যাচ জিততে থাকলে জয়ের বিশ্বাস চলে আসে, টপ অর্ডারেও। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো ঘুরে দাঁড়ানো। যেকোনো ম্যাচে, যেকোনো দলের লোয়ার অর্ডার যদি বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষ ঘাবড়ে যায়। আমার মনে হয় এটা দারুণ লক্ষণ। শীঘ্রই অথবা কিছু দিন পর, দেখবেন এই ছেলেরা বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাবে।"

পাকিস্তান সিরিজে ১৬ রানে ৬ উইকেট পড়ার মত কীভাবে বাংলাদেশ ঘুরে দাড়িয়ে ম্যাচটি জিতেছিলো সেই প্রসঙ্গ টেনে কোচ বলেন, "পাকিস্তান সিরিজে ১৬ রানে ৬ উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।"

দ্বিতীয় ইনিংসে যত রান করা যায় করতে চাইবে বাংলাদেশ, "যত বেশি রান করা যায়। যত বেশি সময় সম্ভব রান করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন।"

দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনে ভালো ব্যাটিং করেছিলো মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। তবে তৃতীয় দিনে প্রথম সেশনে তা ধরে রাখতে পারেননি। দ্রুতই ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাদের সম্পর্কে কোচ বলেন,

"আমাদের চেয়ে ওরা আরও বেশি হতাশ। মুশফিককে তো চিনো। সে একবার সেট হয়ে গেলে বড় ইনিংস খেলতে চায়। জয় তরুণ খেলোয়াড়, তার টেম্পারমেন্ট দারুণ, বাঘের মতো লড়াই করে। প্রথম ইনিংসেও ভালো করেছে। তখন খেলা অনেক কঠিন ছিল। তার সাথে মজা করে কথা বলছিলাম। সে বলল, রাবাদার বল অনেক সুইং করছিল। আমি স্টাম্প ও এলবিডব্লিউ বাঁচানোর চেষ্টা করছিলাম। বিশ্বাস রেখেছিলাম ক্রিজে টিকে থাকলে রান আসবে। তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস থাকা মানে দলটা ভালো অবস্থানে আছে।"

Details Bottom