Image

ড্রাফট শেষে যেমন হল শহিদুল-জিয়াউরের নর্দান ওয়ারিয়র্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ড্রাফট শেষে যেমন হল শহিদুল-জিয়াউরের নর্দান ওয়ারিয়র্স

ড্রাফট শেষে যেমন হল শহিদুল-জিয়াউরের নর্দান ওয়ারিয়র্স

ড্রাফট শেষে যেমন হল শহিদুল-জিয়াউরের নর্দান ওয়ারিয়র্স

আবুধাবি টি-টেন লিগের আসন্ন সংস্করণে বাংলাদেশের পেসার শহিদুল ইসলাম মাঠ মাতাবেন নর্দান ওয়ারিয়র্সের জার্সি গায়ে। এবারই প্রথম তিনি যাচ্ছেন কোনো বিদেশি লিগ খেলতে। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান। দলটির আইকন ক্রিকেটার কিউই পেসার ট্রেন্ট বোল্ট। স্কোয়াডে আছে জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, কলিন মুনরোদের মতো বড় নাম। 

ক্যাটাগরি 'সি' থেকে বাংলাদেশের অলরাউন্ডার জিয়াউর রহমান ও পেসার শহিদুল ইসলামকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স। আগের আসরেও নর্দান ওয়ারিয়র্সের হয়ে টুর্নামেন্ট খেলেন জিয়াউর। এবার তাকে ফের দলে যুক্ত করে প্লেয়ার্স ড্রাফট থেকে।

শহিদুল-জিয়াউর রহমানরা নর্দান ওয়ারিয়র্স দলে সতীর্থ হিসেবে পাবেন ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন, কলিন মুনরো, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো তারকা ক্রিকেটারদের। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২ ডিসেম্বর। 

নর্দান ওয়ারিয়র্স স্কোয়াড-

ট্রেন্ট বোল্ট (আইকন), জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, ফিন অ্যালেন, জনসন চার্লস, শেরফানে রাদারফোর্ড, সাকিব মাহমুদ, কলিন মুনরো, ব্র্যান্ডন কিং, ফরিদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই, আকিম আগস্ট, শাকিরি পারিস, অংকুর সাঙ্ঘান, মোহাম্মদ উজাইর খান, সাগর কালিয়ান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three