লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড, চ্যাড বোয়েসের দ্রুততম ডাবল সেঞ্চুরি
লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড, চ্যাড বোয়েসের দ্রুততম ডাবল সেঞ্চুরি
লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড, চ্যাড বোয়েসের দ্রুততম ডাবল সেঞ্চুরি
নিউজিল্যান্ড ব্যাটার চ্যাড বোয়েস গড়েছেন বিশ্বরেকর্ড। লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন ডানহাতি এই ব্যাটারের দখলে। ঘরোয়া লিগে লিস্ট এ ম্যাচে ১০৩ বলে ২০০ রান করে রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই কিউই ব্যাটার।
৩১ বছর বয়সী চ্যাড বোয়েস ফোর্ড ট্রফিতে ক্যান্টেবুরির হয়ে ওটাগো ভোল্টসের বিপক্ষে ম্যাচে রেকর্ড গড়েন।
এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ণ জগদীশানের দখলে। দুজনেই ২০০ পূর্ণ করেছিলেন ১১৪ বলে।
সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০২১ সালে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড। ২০২২ সালের নভেম্বরে সেই রেকর্ডে ভাগ বসান তামিল নাড়ুর নারায়ণ জগদীশান, অরুনাচল প্রদেশের বিপক্ষে ম্যাচে।
চ্যাড বোয়েস এই দুই ব্যাটারকেই ২য় অবস্থানে নামিয়েছেন। রেকর্ড গড়ার পর বেশিক্ষণ টেকেননি তিনি। ১১০ বলে ২০৫ রান করে আউট হন। ২৭ টি চারের সাথে ৭ টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
Chad’s performance today was the fastest List A double century (205 runs) by balls faced (103) IN THE WORLD. Not only that but Chad is the first player for Canterbury to score 200 in Ford Trophy, and the second overall!
— Canterbury Cricket (@CanterburyCrick) October 23, 2024
Help us in congratulating @bowesy07 🔥🔥#together pic.twitter.com/q0h4ed1uyS
চ্যাড বোয়েস নিউজিল্যান্ডের পক্ষে ১১ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ২০১৫ সালে নিউজিল্যান্ডে থিতু হবার আগে তিনি জন্মস্থান দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ওয়ানডে, ৫০ ওভার ট্যুর ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের ম্যাচ ও প্রিমিয়ার ঘরোয়া ওয়ানডে ম্যাচ (আইসিসির ১২ টি পূর্ণ সদস্য দেশে অনুষ্ঠিত) লিস্ট 'এ' ম্যাচ হিসাবে মূল্যায়িত হয়।