Image

রঙিন পোশাকেও বিশ্রাম পাচ্ছেন বাবর-শাহীন শাহরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রঙিন পোশাকেও বিশ্রাম পাচ্ছেন বাবর-শাহীন শাহরা

রঙিন পোশাকেও বিশ্রাম পাচ্ছেন বাবর-শাহীন শাহরা

রঙিন পোশাকেও বিশ্রাম পাচ্ছেন বাবর-শাহীন শাহরা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ইনিংস ব্যাবধানে হারের পর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিলো বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। তবে সেই বিশ্রাম আরো বাড়ছে বাবর-শাহীনদের। পাকিস্তানের আসন্ন সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিরা। 

আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেই সিরিজে বিশ্রাম দেওয়া হবে বাবর-শাহীনকে। এমনটাই ভাবছেন পাকিস্তানের নির্বাচকরা।

সম্প্রতি সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। তাছাড়া অনেক দিন ধরে ব্যাটে রান নেই তার। সময় ভালো যাচ্ছেনা পেসার শাহীন শাহ আফ্রিদিরও। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের মতে, তরুণদের সুযোগ দিতে  ৪-৫ জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে। যাতে তারা বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারে।

এমন হলে জিম্বাবুয়ের বিপক্ষে তুলনামূলকভাবে অনভিজ্ঞ স্কোয়াড মাঠে পাঠাবে পাকিস্তান।  তবে পিসিবি আশাবাদী যে এই পরিকল্পনা  দীর্ঘমেয়াদে কাজে দেবে।

বাবরের জায়গায় কামরান গুলাম ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ২৯ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি করে পাকিস্তানের জন্য একটি স্মরণীয় জয় উপহার দিয়েছেন। 

৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে থাকছে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ। সেই সিরিজে বাবর ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three