অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ এইচপি
অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ এইচপি
অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ এইচপি
অস্ট্রেলিয়া সফরে গিয়ে শুরুটা ভাল হয়নি বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দলের। পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচে ১৪৮ রানের পরাজয় সঙ্গী হয়েছিল। তবে ডারউইনে একই প্রতিপক্ষের বিপক্ষে ২য় ম্যাচে ভালো অবস্থানে আছে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন দল।
টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ এইচপি দল। প্রথম দিনে ৬৭.৩ ওভারে ২৫৮ রান করে অলআউট হয় দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। ৫৫ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে।
২৫৮ রান তুললেও বোলারদের কল্যাণে প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ এইচপি। ৬৭.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান শাহীনস।
পাকিস্তান শাহীনসকে ১৭৯ তে আটকে দিতে ৪ উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ, ১ টি শিকার মারুফ মৃধার।
২য় ইনিংসে ৩ উইকেটে ৮৪ রান তুলেছে বাংলাদেশ এইচপি দল। প্রথম ইনিংসের টপ স্কোরার মাহমুদুল হাসান জয় ৩৯ রান করে আছেন অপরাজিত। তাঁকে সঙ্গ দিচ্ছেন আইচ মোল্লা (৭ বলে ৮*)।