Image

গাম্বিয়াকে পেয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড, মুসা ৪ ওভারেই দিলেন ৯৩

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গাম্বিয়াকে পেয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড, মুসা ৪ ওভারেই দিলেন ৯৩

গাম্বিয়াকে পেয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড, মুসা ৪ ওভারেই দিলেন ৯৩

গাম্বিয়াকে পেয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড, মুসা ৪ ওভারেই দিলেন ৯৩

আজকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ পার করতে পেরেছিল কেবল নেপাল। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তাঁরা। আজ (২৩ অক্টোবর) জিম্বাবুয়ে শুধু ৩০০ রানই করেনি, নেপালকে টপকে গড়েছে বিশ্বরেকর্ড।

আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব রিজিওনাল কোয়ালিফায়ারে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে।

নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে ৫.৪ ওভারে ৯৮ রান তোলেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ১৯ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে আউট হন মারুমানি। ব্রায়ান বেনেট ৫০ রান করতে খেলেন ২৬ বল, ৭ চারের সাথে হাঁকান ১ ছক্কা।

তিনে নামা ডিওন মায়ের্স ৫ বলে ১২ রানের বেশি করতে পারেননি। তবে চারে নেমে সিকান্দার রাজা চালান তান্ডব। ৪৩ বল খেলে ৭ চার ও ১৫ ছক্কায় ১৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

জিম্বাবুয়ের পক্ষে প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন রাজা। এর আগে ডিওন মায়ের্স রুয়ান্ডার বিপক্ষে ম্যাচে ৯৬ রান করেছিলেন, তাই ছিল জিম্বাবুয়ের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ। সিকান্দার রাজার এখন তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে।

শেষদিকে সিকান্দার রাজাকে দারুণ সঙ্গ দেন রায়ান বার্ল (১১ বলে ২৫) ও ক্লাইভ মাদান্দে (১৭ বলে ৫৩*)।

৪ উইকেটে ৩৪৪ রান করে থামে জিম্বাবুয়ে। গাম্বিয়ার পক্ষে ২ উইকেট নেন আন্দ্রে জার্জু। ১ টি করে শিকার আবুবকর কুয়াতে ও অর্জুন সিং রাজপুরোহিতের।

 

উইকেট শুন্য থাকা মুসা জোবারতে ৪ ওভারে ৯৩ রান হজম করেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান হজম করার রেকর্ড।

রানের পাহাড় তাড়া করতে নেমে ১৪.৪ ওভারে ৫৪ রান তুলেই অলআউট হয় গাম্বিয়া। ২৯০ রানের বিশাল জয় পায় জিম্বাবুয়ে। এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের বিচারে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

গাম্বিয়াকে ৫৪ তে গুটিয়ে দিতে ৩ টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্রেন্ডন মাভুটা। ২ উইকেট পান ওয়েসলি মাধেভেরে, ১ টি শিকার রায়ান বার্লের। দাপুটে সেঞ্চুরিতে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three