Image

দ্য হান্ড্রেডে দল কিনতে আগ্রহী ৭ আইপিএল ফ্র্যাঞ্চাইজি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দ্য হান্ড্রেডে দল কিনতে আগ্রহী ৭ আইপিএল ফ্র্যাঞ্চাইজি

দ্য হান্ড্রেডে দল কিনতে আগ্রহী ৭ আইপিএল ফ্র্যাঞ্চাইজি

দ্য হান্ড্রেডে দল কিনতে আগ্রহী ৭ আইপিএল ফ্র্যাঞ্চাইজি

আগামী বছর ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে 'দ্য হান্ড্রেড' বা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের আসর। এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি। 

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, 'হান্ড্রেড' নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ব্যাপক উৎসাহ দেখিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), চেন্নাই সুপার কিংস (সিএসকে), কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সহ শীর্ষস্থানীয় আইপিএল দলের সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের দরপত্র জমা দিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ), লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি), দিল্লি ক্যাপিটালস (ডিসি), রাজস্থান রয়্যালস (আরআর) তাদের বিড জমা দিয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবির  পক্ষ থেকে এই লিগে দলের অংশীদারিত্ব কেনার জন্য আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান জানানো হয়। দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল ১৮ অক্টোবর

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে,প্রতিটি দলের ৪৯ শতাংশ শেয়ার অর্জনের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড থেকে ৫০মিলিয়ন পাউন্ডের মধ্যে বিনিয়োগের প্রয়োজন হবে। দলের অবশিষ্ট ৫১ শতাংশ সংশ্লিষ্ট কাউন্টির সঙ্গে থাকবে। 

ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছেন, 'ইসিবি প্রতিটি দলের অবশিষ্ট অংশ তাদের নিজ নিজ কাউন্টি দলগুলিকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছে, নতুন বিনিয়োগকারীদের এবং বিশ্বের কিছু আইকনিক ক্রিকেট প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থায়ী অংশীদারিত্ব তৈরি করবে। তার ভিত্তিতেই দলগুলির মালিকানা তৈরি হবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three