Image

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আফগানিস্তান

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আফগানিস্তান

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আফগানিস্তান

হংকং-চায়নাকে উড়িয়ে বাংলাদেশ 'এ' দলের ইমার্জিং এশিয়া কাপ শুরু হয়। আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে আকবর আলির দল দেখল লজ্জার পরাজয়। আগে ব্যাট করা বাংলাদেশ 'এ' আফগানিস্তানকে দেয় ১৬৫ রানের টার্গেট। ওপেনার সেদিকুল্লাহ আতাইয়ের ৯৫ রানের হার-না-মানা ইনিংসে চড়ে ৫ বল হাতে রেখেই আফগানিস্তান পায় ৪ উইকেটের রোমাঞ্চকর জয়। 

ইমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৪-এ টানা দুই জয় পেল আফগানিস্তান 'এ'। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ১১ রানে হারিয়ে দেওয়া ইমার্জিং আফগানরা আজ বাংলাদেশের বিপক্ষে পেল ৪ উইকেটের রোমাঞ্চকর জয়। টানা দুই জয়ে দারউইশ রাসুলির দল এখন টেবিল টপার। 

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ 'এ'। পারভেজ হোসেন ইমন আগ্রাসী শুরু করলেও আরেক ওপেনার জিশান আলম হয়েছেন ব্যর্থ। ৭ বল খেলে রান পেয়েছেন কেবল ৪। তবে পাওয়ার প্লের ৬ ওভারে আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে, রান আসে মোট ৪৫।

দারুণ সব স্ট্রোক্সে পারভেজ ইমন ২৬ বলেই পেয়ে যান ফিফটির দেখা। পঞ্চাশে পৌঁছাতে সমান চারটি করে ৪ ও ৬ হাঁকান ইমন। এরপর অবশ্য ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি বেশিদূর। ব্যক্তিগত ৫৪ রানে কাইস আহমেদের স্পিনে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরত যান ইমন। তিনে নামা সাইফ হাসান দলকে স্বস্তি দেওয়ার বদলে ফুলটসে হন এলবিডব্লিউ। উইকেট বিলিয়ে দেওয়ার আগে ১৯ বলে সাইফের রান ১৬। 

অধিনায়ক আকবর আলি আগের ম্যাচে ব্যাট হাতে তান্ডব চালালেও আজ বিদায় নিয়েছেন দ্রুত। ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন। তবে তাওহীদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারীর দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের চাকায় গতি পায় বাংলাদেশ। শেষ ৪৫ বলে এই দুইয়ের ব্যাট থেকে আসে ৭০ রান। আর তাতেই বাংলাদেশ সংগ্রহ করতে পারে ১৬৪। ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়, তার সঙ্গী শামীম হোসেনের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস। 

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে দুই উইকেট হারালেও পাওয়ার প্লের ৬ ওভারে আফগানিস্তানের রান ৫২। অধিনায়ক দারউইশ রাসুলি ব্যক্তিগত ৪ রানে স্টাম্প হারান রিপন মন্ডলের পেসে। ৯ রানে থাকা করিম জানাত হয়েছেন আলিস আল ইসলামের শিকার। দলীয় ৫২ রানেই আফগানিস্তান হারায় তাদের তৃতীয় উইকেট।   

আবু হায়দার রনি নিজের দ্বিতীয় ওভার করতে এসে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক ব্রেকথ্রু। স্লোয়ার ডেলিভারিতে স্টাম্প উপড়ে দেন ১৯ রানে থাকা শহীদুল্লাহ কামালের। তবে আফগানিস্তান টার্গেট টপকানোর আশা দেখতে থাকে টিকে যাওয়া ওপেনার সেদিকুল্লাহ আতাইয়ের ব্যাটে। আফগান এই ওপেনার ফিফটি ছুঁয়েছেন ৩৬ বলে। শামীম হোসেনকে বল হাতে অ্যাকশনে এনে আরও এক ব্রেকথ্রু পায় বাংলাদেশ। ১০ রানে থাকা ইশাক শিরজাদ এগিয়ে লফটেড খেলতে গিয়ে স্টাম্পড হন। 

তবে বাংলাদেশের বোলাররা থামাতে পারেনি সেদিকুল্লাহ আতাইকে। ৫৫ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three