Image

ড্রাফট শেষে যেমন হল সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ড্রাফট শেষে যেমন হল সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্স

ড্রাফট শেষে যেমন হল সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্স

ড্রাফট শেষে যেমন হল সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্স

আবুধাবি টি-টেন লিগের আসন্ন সংস্করণের প্লেয়ার্স ড্রাফট শেষে বাংলা টাইগার্স প্রকাশ করেছে তাদের ১৯ সদস্যের স্কোয়াড। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে তারা দলে নেয় আইকন ক্রিকেটার হিসাবে। এরপর ড্রাফটের টেবিলে লুফে নেয় আরও এক বাংলাদেশি তাওহীদ হৃদয়কে। 

আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। প্লেয়ার্স ড্রাফটের টেবিল থেকে এবার সাকিবের দল কিনে নিয়েছে আরেক বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয়কে। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ মাতানো হৃদয় এবারই প্রথমবারের মতো যাবেন টি-টেন খেলতে। 

সবকিছু ঠিক থাকলে এবার বাংলা টাইগার্সের আর্মব্যান্ড হাতেই দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্সের হয়ে এবার খেলতে দেখা যাবে রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, ইফতিখার আহমেদ, দাসুন শানাকাকে। প্লাটিনাম সাইনিং হিসেবে আফগান স্পিনার রাশিদ খানকে দলে ভিড়িয়েছে। ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক দলটির গ্লোবাল সুপারস্টার। 

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। ১০ দলের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।  

বাংলা টাইগার্স স্কোয়াড-

সাকিব আল হাসান (আইকন), তাওহীদ হৃদয়, রাশিদ খান, দিনেশ কার্তিক, লিয়াম লিভিংস্টোন, ইফতিখার আহমেদ, দাসুন শানাকা, জশ লিটল, হযরতউল্লাহ জাজাই, নাভ পাবরেজা, লুকমান ফয়সাল, মোহাম্মদ শাহজাদ, মির হামজা, ডেভিড পাইন, মোহাম্মদ হাসনাইন, হাফিজ আলমাস, তাশিঙ্গা মুসেকিওয়া, ইমরান খান, রাভিন্দু রাথনায়েকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three