খেলা শুরু বিকাল ৩টায়
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

খেলা শুরু বিকাল ৩টায়
খেলা শুরু বিকাল ৩টায়
মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিকের জোড়া ফিফটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশে পেয়েছে লিড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। এর মাঝেই ঘোষণা আসে চা বিরতির। দুপুর ১টা ৩৮ মিনিটে বন্ধ হয় খেলা, যা শুরু হবে বেলা ৩টা থেকে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে ম্যাচ শুরুর সময় জানান, বিকাল ৩টায় শুরু হবে খেলা। আউটফিল্ড শুকানোর কাজে ব্যস্ত মিরপুরের মাঠ কর্মীরা।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে বাংলাদেশের রান যখন ২৬৭, বৃষ্টি এসে বন্ধ করে দিয়েছে খেলা। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাইম হাসান ১২ রানে অপরাজিত। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬৫ রানের।
৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ৬ উইকেটে ১১২। তখনও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইনিংস হার চোখরাঙানি দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক মিলে দলকে এনে দেন স্বস্তি। তবে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে উইকেট হারান জাকের। মিরাজ অবশ্য দলের সংগ্রহ টেনে ছুটছেন শতকের পথে।