
নিউজিল্যান্ডের নতুন সেনসেশন কাইল জেমিসন আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দিয়েছেন বড় লাফ। মাত্র ৬ টেস্ট খেলা জেমিসন ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে।
নিউজিল্যান্ডের খেলা সবশেষ ক্রাইস্টচার্চ টেস্টে দলকে জেতাতে প্রথম ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেওয়া জেমিসন দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে নেন ৬ উইকেট। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাইল জেমিসন।
সদ্য প্রকাশিত ‘আইসিসি টেস্ট অলরাউন্ডার’ র্যাঙ্কিংয়ে জেমিসন জায়গা করে নিয়েছেন ৫ নম্বরে। ক্যারিয়ারে মাত্র ৬ টেস্টে মাঠে নামা জেমিসন এবার পেয়েছেন বড় এক অর্জনের দেখা। ২৯৩ রেটিং নিয়ে ৫ ধাপ এগিয়ে জেমিসন এখন সেরা পাঁচে। জেমিসনের আগে সাকিব আল হাসান আছেন আগের অবস্থান চারেই। এক নম্বরে সিংহাসন অক্ষত বেন স্টোকসের। ২ নম্বরে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
Ben Stokes remains the number one ranked all-rounder whilst Kyle Jamieson powers his way into the top 5! 💥
Here's the latest all-rounder update in the @MRFWorldwide ICC Test Rankings ☝️#ICCRANKINGS pic.twitter.com/u7LLB72A85
— ICC (@ICC) January 12, 2021
কিউই পেসার কাইল জেমিসন ৬ টেস্টে শিকার করেন মোট ৩৬ উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানে ৬ উইকেট।
৬ টেস্টের ১২ ইনিংসে ব্যাট হাতে ৫৬.৫০ গড়ে সংগ্রহ করেন ২২৬ রান। এক ইনিংসে সর্বোচ্চ ৫১* রান রয়েছে এই অলরাউন্ডারের দখলে, হ্যামিলটন টেস্টে উইন্ডিজের বিপক্ষে এই ইনিংস খেলেন।
সাদা পোশাকে তাঁর খেলা সব ম্যাচেই বল হাতে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন কাইল জেমিসন। দারুণ পারফরম্যান্সের সুফল পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসারকে। আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে জেমিসন আছেন ২১ নম্বরে।
আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংঃ (প্রকাশিত ১২ জানুয়ারি ২০২১)
১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪৪৬
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪২৮
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪২৩
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৬৬
৫. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ২৯৩।