চমক নিয়ে ভারতের বিরুদ্ধে পার্থ টেস্টে নামবে অস্ট্রেলিয়া
চমক নিয়ে ভারতের বিরুদ্ধে পার্থ টেস্টে নামবে অস্ট্রেলিয়া
চমক নিয়ে ভারতের বিরুদ্ধে পার্থ টেস্টে নামবে অস্ট্রেলিয়া
বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করে দুই আনক্যাপড খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। সাদা বলের তারকা জশ ইংলিসের বিস্ময়কর অন্তর্ভুক্তি। নাথান ম্যাকসুইনি ওপেনিংয়ে এনে দিতে পারেন স্বস্তি।
পার্থে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেরর জন্য অস্ট্রেলিয়া তাদের ১৩-সদস্যের দলে দুজন আনক্যাপড খেলোয়াড় রেখেছে। পার্থ টেস্টে ওপেন করতে নামবেন নাথান ম্যাকসুইনি, যিনি ভারত 'এ' দলের বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেন। তাঁর ফার্স্ট ক্লাস ক্যারিয়ারও বেশ চমকপ্রদ।
অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াডে রিজার্ভ ব্যাটার জশ ইংলিস। তবে ম্যাকসুইনি এই মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে অভিষেক করতে প্রস্তুত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে সিরিজ হার বিরাট ধাক্কা ভারতীয় দলের কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে পার্থে ২২ নভেম্বর থেকে।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।