কামিন্সের ব্যাটে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
কামিন্সের ব্যাটে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
কামিন্সের ব্যাটে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
ওয়ানডে বিশ্বকাপ জিতে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে খাদের কিনারা থেকে উদ্ধার করে জয়ের নায়ক বনে গেছেন প্যাট কামিন্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটের পরাজিয়ের স্বাদ দিয়েছে অজিরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
সোমবার টসে হেরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বলে ১ রান করে শুরুতেই ফিরে যান ওপেনার সাইম আইয়ুব। ১২ রানে ফিরে যান আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। অধিনায়কত্ব ছাড়ার পর খেলতে নেমে ৪৪ বলে ৩৭ রান করে আউট হন বাবর।
দলীয় ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সফরকারীদের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান খেলেন ৭১ বলে ৪৪ রানের ইনিংস। সালমান আঘা, ইরফান খান, শাহীন আফ্রিদি ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে নাসিম শাহ এর ৪০ রানের উপর ভর করে ২০৩ রানের পুঁজি পায় পাকিস্তান।
পাকিস্তানকে ৪৬.৪ ওভারে অলআউট করতে ৩ টি উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ২ টি করে উইকেট পান প্যাট কামিন্স ও এডাম জাম্পা।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ১ রানের জন্য অর্ধশতক মিস করে শাহীন আফ্রিদির বলে ৪৯ রানে বিদায় নেন জশ ইংলিশ। স্টিভ স্মিথ খেলেন ৪৬ বলে ৪৪ রানের ইনিংস।
১১৩ রানে ৩ উইকেট থেকে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কা জাগে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স যখন ব্যাট করতে নামেন অজিদের রান তখন ৭ উইকেটে ১৫৫। জিততে হলে শেষ তিন উইকেটে দরকার ৪৯ রান। সেই সময়ে ৩১ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক প্যাট কামিন্স।