Image

র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান

র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান

র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান

শারজায় তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল আফগানিস্তান। এটি তাদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। আর তাতেই আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে আফগানিস্তান এখন জায়গা করে নিল ৮ নম্বরে। বিপরীতে, এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। 

গত রাতে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের ২৪৪ রান তাড়া করতে নেমে ১০ বল আগেই আফগানিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত। ওমরজাইয়ের ছক্কায় সিরিজ আফগানিস্তানের। এমন জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে আফগানদের উন্নতি। 

২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে জায়গা করে নিল আফগানিস্তান। সিরিজ হেরে র‍্যাংকিংয়ে ৯'এ নেমে গেল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এই সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের নামের পাশে, অবস্থান ছিল ৮ নম্বরে। বিপরীতে ৯ নম্বরে থাকা আফগানদের ছিল ৮৪ রেটিং পয়েন্ট। 

তিন ম্যাচের মধ্যে দুই জয়ের ফলে আফগানদের পয়েন্ট এখন ৮৫। এক কমে বাংলাদেশেরও সমান পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮'এ।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতার আগে অবশ্য আফগানিস্তান ওয়ানডেতে হারিয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকেও। টানা তিন সিরিজ জয়ের ফলে র‍্যাংকিংয়ে তারা টপকে গেল বাংলাদেশকে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three