Image

ওয়ার্নারের ফেরা ইস্যুতে স্ত্রী বললেন 'হচ্ছে না'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ার্নারের ফেরা ইস্যুতে স্ত্রী বললেন 'হচ্ছে না'

ওয়ার্নারের ফেরা ইস্যুতে স্ত্রী বললেন 'হচ্ছে না'

ওয়ার্নারের ফেরা ইস্যুতে স্ত্রী বললেন 'হচ্ছে না'

এবার ডেভিড ওয়ার্নারের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রসঙ্গে মুখ খুললেন তার স্ত্রী। আবারো অস্ট্রেলিয়ার হয়ে খেলার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস বললেন, "এটি হচ্ছে না"।

এই মাসের শুরুতে ৩৮ বছর বয়সী ওয়ার্নার বলেছিলেন, তিনি ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে প্রস্তুত। এবং তিনি নভেম্বর থেকে শুরু হতে হওয়া পাঁচটি টেস্টের এই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান।

ফক্স স্পোর্টসের 'দ্য ব্যাক পেজ'-এর সাথে কথা বলার সময় ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস বলেন, ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ভাল অবস্থানে থাকলেও তিনি ফিরবেন না।

"সে অস্ট্রেলিয়ার হয়ে খেলার ব্যাপারে খুবই আবেগপ্রবণ এবং আমি মনে করি যদি নির্বাচক বা কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ফোন করেন এবং বলেন 'আমাদের তোমাকে দরকার', তাহলে সে এতে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এটি অবশ্যই ঘটবে না।"

ক্যান্ডিস আরো বলেন, "আমি মনে করি যদি সে সত্যিকার অর্থে আন্তর্জাতিক ক্রিকেটে নিজে ফিরতে সক্ষম বলে মনে না করত, তাহলে সে এটা বলতে পারত না। কিন্তু এটা কোনো ওপেনার বা লোকের প্রতি কোনো অসম্মান নয়।"

চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। ওয়ার্নার তার ক্যারিয়ারে ১১২ টি টেস্ট, ১৬১ টি ওয়ানডে ও ১১০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three