আইসিসির অক্টোবর মাসের সেরা নোমান আলি
আইসিসির অক্টোবর মাসের সেরা নোমান আলি
আইসিসির অক্টোবর মাসের সেরা নোমান আলি
ঘরের মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্স করে অক্টোবর মাসের সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন নোমান আলি। আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ হতে পাকিস্তানের নোমান আলি পেছনে ফেলেছেন কাগিসো রাবাদা এবং মিচেল স্যান্টনারকে।
দীর্ঘদিন পরে টেস্ট খেলতে নেমে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ে বিশাল অবদান রাখেন স্পিনার নোমান আলি। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪৭ রান দিয়ে ১১টি ও দ্বিতীয় ম্যাচে ১৩০ রান দিয়ে ৯টি উইকেট নেন।
অক্টোবর মাসের সেরা হয়ে নোমান বলেন, "আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি ভীষণ আনন্দিত। এবং সতীর্থদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ; যারা আমার সেরাটা বের করে পাকিস্তানকে ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজি জিততে সহায়তা করেছে। দেশের হয়ে স্মরণীয় এমন জয়ে সঙ্গী হতে পারা অবশ্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা।"
অন্যদিকে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা রাবাদা বাংলাদেশের বিপক্ষে ২ টি টেস্টে নেন ১৪ উইকেট। এবং ভারতের বিপক্ষে ১৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩৩ রান করে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন মিচেল স্যান্টনার।
এদিকে ডিয়েন্দ্রা ডটিন এবং লরা ওলভার্ডকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যামেলিয়া কের। অক্টোবরে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ রান এবং ১৯ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। জেতেন বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
পুরষ্কার জয়ের প্রতিক্রিয়ায় জানিয়ে অ্যামেলিয়া কের বলেছেন, "এই পুরস্কারটি পাওয়া একটি সম্মানের কারণ বিশ্বজুড়ে অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছে যারাও এটির যোগ্য। আমার জন্য, বিশ্বকাপ জয়ের সাথে এটি একটি বিশেষ মাস এবং এমন কিছু যা নিজের, দল, কোচ, এবং আমার পরিবারের জন্য অনেক অর্থ বহন করে। এই ব্যক্তিদের ছাড়া আমি যা করছি তা করতে পারতাম না।"