Image

এবার বিপিএলের সাথে ডাচ-বাংলা ব্যাংক, এসেছে নতুনত্ব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এবার বিপিএলের সাথে ডাচ-বাংলা ব্যাংক, এসেছে নতুনত্ব

এবার বিপিএলের সাথে ডাচ-বাংলা ব্যাংক, এসেছে নতুনত্ব

এবার বিপিএলের সাথে ডাচ-বাংলা ব্যাংক, এসেছে নতুনত্ব

'দেখা হবে ময়দানে', 'এসো দিন বদলাই, পৃথিবী বদলাই', দারুণ সব স্লোগান নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের প্রধান স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক, সাথে পাওয়ার্ড বাই ও কো- স্পন্সর হিসেবে থাকছে ডাচ-বাংলা ব্যাংকেরই দুটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। 

আজ বুধবার (৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনের মাধ্যমে এ সংবাদ জানানো হয়। বিপিএলের এই ১১তম আসরের নাম 'ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে'। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জনাব আফজাল হোসেন।

ডাচ-বাংলা ব্যাংকের সাথে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট আয়োজিত হয়েছিল ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। পাশাপাশি দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএল আয়োজনে সম্পৃক্ত হলো ডাচ-বাংলা ব্যাংক।

তরুণ প্রজন্মের সর্বআগ্রহের আসর বিপিএল নতুনভাবে, অদম্য উদ্যমে জমকালো আয়োজনে নতুন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের আগ্রহ ও পরিকল্পনায় মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া-সহ সরকারের আরও ৯টি মন্ত্রণালয় ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতায় কিভাবে সম্পন্ন হবে বলে আশা। বিপিএল যেহেতু তারুণ্যের আয়োজন তাই এই আসরে জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয়ের ছোঁয়ায় বর্ণিল হবে পুরো টুর্নামেন্ট।

২০১২ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএলের এবার ১১তম আসর। চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মাঠে খেলবে ৭টি দল। খেলাগুলি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি, টি-স্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোলবিডি অ্যাপে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three