রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান ও ইংল্যান্ড একাদশ স্পিন নির্ভর
রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান ও ইংল্যান্ড একাদশ স্পিন নির্ভর
রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান ও ইংল্যান্ড একাদশ স্পিন নির্ভর
রাওয়ালপিন্ডি টেস্টের ২ দিন আগে ইংল্যান্ডের একাদশ ঘোষণা পর এবার ১ দিন আগে একাদশ ঘোষণা করলো পাকিস্তান। বৃহস্পতিবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচের একাদশে ২ টি পরিবর্তন এনেছে ইংল্যান্ড এবং পাকিস্তান রেখেছে অপরিবর্তিত একাদশ।
ইংল্যান্ডের একাদশে ফিরেছেন পেসার গাস অ্যাটকিনসন। তার সঙ্গে ফিরেছেন স্পিনার রেহান আহমেদ। বাদ পড়েছেন ব্রাইডন কার্স ও ম্যাথিউ পটস। দ্বিতীয় টেস্টে হেরে স্পিন নির্ভর একাদশ দিয়েছে তারা। বোলিং কম্বিনেশনে ইংলিশদের আক্রমণেও থাকছেন তিন স্পিনার।
দ্বিতীয় টেস্টে ২০ উইকেটের সবগুলোই নেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। এ কারণেই ইংল্যান্ডের এমন একাদশ।
অন্যদিকে প্রথম টেস্টে ইনিংস ব্যাবধানে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে পাকিস্তান। সাফল্যের ধারা অব্যাহত রাখতে উইনিং কম্বিনেশন না ভেঙেই একাদশ সাজিয়েছে তাঁরা।
১ টি করে ম্যাচ জিতে সিরিজে এখন বিরাজ করছে ১-১ এ সমতা। সিরিজ জিততে হলে দুই দলের জন্য ই গুরুত্বপূর্ণ তাই তৃতীয় টেস্ট।
🔒Locked in: Our XI for the final Test pic.twitter.com/RNn82j4ZD4
— England Cricket (@englandcricket) October 22, 2024
তৃতীয় টেস্টের ইংল্যান্ডের একাদশ:
জাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।
The men’s national selection committee has confirmed Pakistan’s playing XI for the third Test against England, starting in Rawalpindi on Thursday, 24 October.#PAKvENG | #TestAtHome pic.twitter.com/bkXGNhXYBu
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2024
তৃতীয় টেস্টের পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ( উইকেটকিপার), সালমান আগা, আমির জামাল, সাজিদ খান, নোমান আলি, জাহিদ মাহমুদ।