Image

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 26 মিনিট আগে
জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। প্রথমে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং নেমে সিলেট বিভাগের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ১৩ রানে। ১১ রানে ফেরেন ইমতিয়াজ তান্না। আরেক ওপেনার সাহনাজ আহমেদ খেলেন ১৭ রানের ইনিংস। রংপুরের বোলাররা পর পর উইকেট তুলে নিলে  মাত্র ৫০ রানেই ৫ হারিয়ে বিপদে পড়ে সিলেট। 

তারপর দলের হাল ধরেন ওয়াশিফ আকবর। খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৮ রানের ইনিংস। তার ইনিংসে ছিলো ৫ টি চার ও ৩ টি ছক্কা। শেষ দিকে ১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জয়নুল ইসলাম। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে সিলেট বিভাগের সংগ্রহ দাড়ায় ১৪৩ রান।

রংপুর বিভাগের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন সাকলাইন, নাজমুল ইসলাম মুন্না,গালিব এবং অংকন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে রংপুর বিভাগ। এক ওপেনার রিজওয়ান শূণ্য রানে আউট হলেও আরেক ওপেনার ও অধিনায়ক আব্দুল্লাহ মামুন খেলেন ৫৯ বলে ৬৬ রানের ইনিংস। তার ইনিংসে ছিলো ৭ টি চার ও ৩ টি ছয়।

জাকিরুল ইসলাম জেম ১৭ এবং অংকন করেন ১০ রান। নবিন ইসলামের ২১ বলে ৩০ রানের ইনিংসে জয়ের কাছাকাছি পৌছে যায় রংপুর। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল আগেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রংপুর বিভাগ। 

সিলেটের পক্ষে ২ টি করে উইকেট নেন অলক কাপালি এবং সফর আলী। ম্যাচ সেরা হন রংপুরের আব্দুল্লাহ মামুন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three