ইমপ্যাক্ট রাখাটাই আসল, ম্যাটার করেনা ব্যাটিং পজিশন- ক্রিকেট৯৭ কে দেয়া সাক্ষাৎকারে জানালেন সাইফ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 53 সেকেন্ড আগে
ইমপ্যাক্ট রাখাটাই আসল, ম্যাটার করেনা ব্যাটিং পজিশন- ক্রিকেট৯৭ কে দেয়া সাক্ষাৎকারে জানালেন সাইফ
ইমপ্যাক্ট রাখাটাই আসল, ম্যাটার করেনা ব্যাটিং পজিশন- ক্রিকেট৯৭ কে দেয়া সাক্ষাৎকারে জানালেন সাইফ
সাইফ হাসানকে একসময় বলা হতো টেস্ট ক্রিকেটার। তবে বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরিচিত মুখ তিনি। এমনকি পেয়েছেন সহ অধিনায়কত্বের দায়িত্ব। ক্রিকেট৯৭ কে দেয়া একটি একান্ত সাক্ষাৎকারে টেস্ট থেকে টি-টোয়েন্টি খেলার এই বিশাল পরিবর্তন নিয়ে কথা বলেছেন সাইফ হাসান।
সাইফ হাসান জানান, "সহজ বলতে যেটা বলছি আমি যে অলওয়েজ প্রসেস মেনটেন করার চেষ্টা করছি। আমি যেভাবে অলওয়েজ আমি ট্রেনিং করি মেন্টালি, ফিজিক্যালি সবকিছু এগুলো মেনটেইন করার চেষ্টা করছি। কখনো আউট কাম নিয়ে কখনো চিন্তা করিনি। যখন ভালো গেছে সেটাকে তখন এনালাইসিস করছি কিভাবে আরে ভালো করা যায়। যখন খারাপ গেছে তখনও এমনটা করেছি।"
সাইফের উঠে আসার পেছনে যাদের অবদান ছিলো তাদের ব্যাপারে সাইফ বলেন, "বিসিবির প্রোগ্রামে যখন ছিলাম ওখানে তো সব সময় বাবুল স্যার ছিলেন উনি আন্ডার-১৯ থেকে আমাদের হেল্প করছে। তারপর ডমেস্টিক ক্রিকেটে লিস্ট- এ তে যেই টিমে খেলছি সেখানে সোহেল স্যার ছিলেন তিনি সব সময় হেল্প করছেন। অফ সিজনে সালাহউদ্দিনের স্যার আমার সাথে অনেকদিন কাজ করছেন, হেল্প করছেন। এখনো হেল্প করছেন।"
হাঠাৎ করে টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া সারপ্রাইজ ছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে সাইফ জানান, "সারপ্রাইজ না তবে আমি বলবো শেষ ২/৩ বছরে আমি কন্টিনিউয়াল সুযোগ পাইছি টি-টোয়েন্টিতে। যেটা আমার জন্য অনেক হেল্প করছে। বিপিএল তারপর গ্লোবাল সুপার লিগ ২ বার, রংপুরের খেল। বিসিবির অস্ট্রেলিয়ায় যেই টুর্নামেন্ট হইছে টপ এন্ড টুর্নামেন্ট, এনসিএল টুর্নামেন্ট। অনেক গুলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পাইছি যেটা আমার জন্য অনেক হেল্প করছে।"
জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা নুরুল হাসান সোহান প্রথমে সাইফকে জানান। " তখন অস্ট্রেলিয়া ছিলাম টপ এন্ড খেলছিলাম। আমাকে ফার্স্ট আর সোহান ভাই জানাইছে। তারপর সিলেক্টর ওখানে ছিলেন আমাদের রাজ ভাই উনি জানাইছেন।"
অধিনায়ক লিটন দাসের কথা জিগ্যেস করলে সাইফের ভাষ্য, "লিটন ভাইয়ের সাথে যখন আমি আসছি বাংলাদেশে তারপর ফাস্ট কথা হইছে। আমি যখন টিমে আসছি লিটন ভাই একদম আমাকে ক্লিয়ার করে দিয়েছে সব কিছু, একদম ক্লিয়ার প্লান দিয়ে দিয়েছে। আমি যেহেতু ৩ এ খেলছি, ৪ এ খেলছি যেই জিনিসটা আমি পারি এটাই খেলার জন্য ফ্রি করে দিছে। উনি আমাকে সব সময় ম্যাচের আগে ক্লিয়ার প্লান দিয়ে দেয় যে আজকে তুই ওপেন করবি, আজকে তুই ৪ এ খেলবি। আমি সব সময় রেডি থাকি।"
দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত সাইফ, "আমার মনে হয় বাংলাদেশের জন্য খেলতেছি এখানে আসলে নিজের কি ভালো লাগা এটা ম্যাটার করেনা। আমি যদি পারি ওপেন, ৩, ৪ এ খেলা। ইমন ও যদি পারে আসলে এটা তো কোনো সমস্যা না। আমরা তো সবাই বাংলাদেশের জন্য খেলছি। আমি টিমের জন্য ইমপ্যাক্ট রাখতে পারছি কিনা এটা বেশী ইম্পরট্যান্ট।"
