ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল

ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল

ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল

শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বাংলাদেশ দুর্দান্ত করায় কোচ হিসাবে মেয়াদ বাড়ছে আশরাফুলের। ক্রিকেট৯৭ এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন কোচ হিসাবে নিজের অনুভূতির কথা। 

বোর্ডের সাথে মৌখিক হয়েছে জানিয়ে আশরাফুল বলেন, "মৌখিক কথা হয়েছে ফাহিম স্যার এবং বুলবুল ভাইয়ের সাথে এই ক্যাম্পটা হচ্ছে এখানে আমি সালাহউদ্দিন ভাই এবং হেড কোচ সিমন্সের সাথে থাকবো যেহেতু এখানে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবে। তারপরে হয়তো ফাইনালি উনাদের সাথে ডিসকাস হবে। কাজ করে আসলে খুব ই ভালো লাগছে।"

কোচ হিসাবে কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে মোহাম্মাদ আশরাফুল জানান, "অনেক উপভোগ করেছি। বাংলাদেশের ২৫ বছর ধরে আমরা টেস্ট খেলছি আমার দেখা যেহেতু আমি প্রত্যেকটা ইনিংস ই ফলো করি। আমার দেখা বাংলাদেশ এই প্রথম তিনটা ইনিংসে এত চমৎকার ক্রিকেট খেলেছে। প্রত্যেকটা ব্যাটসম্যান খুব ভালো ফর্মে ছিলো। কন্ট্রোল ব্যাটিং করেছিলো। প্রথম টি-টোয়েন্টিতে আমরা ভালো করতে পারিনি পরে আবার চমৎকার ভাবে কামব্যাক করেছি। তো ওভারঅল আমি খুব এনজয় করেছি। প্রত্যেকটা দিন আমি এনজয় করেছি, প্রত্যেকটা মুহুর্ত আমি এনজয় করেছি। চেষ্টা করেছি সবার সাথে মিশে কাজ করার এবং আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার। সবাই প্রচুর সাপোর্ট করেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। এবং আমি দেখেছি পুরো বাংলাদেশের মানুষ আমার জন্য দোয়া করেছেন। আমার সাথে সাথে টিম ও পারফরম্যান্স করেছে। আমি খুব এনজয় করেছি।"

লিটন ও শান্তর ক্যাপ্টেন্সির ব্যাপারে আশরাফুলের ভাষ্য, "শান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার পরে তার ব্যাটিং পারফরম্যান্স যদি দেখি যে অসাধারণ ওয়ানডেতে বলেন টেস্টে বলেন তার ব্যাটিং পারফরম্যান্স অলমোস্ট এভারেজ ৫০/৬০। তো অসাধারণ, একজন ক্যাপ্টেন যদি পারফর্ম করে তাহলে তার ক্যাপ্টেন্সি করাটা সহজ হয়ে যায়। আর লিটনের। আর লিটনের ক্যাপ্টেন্সি বলব যে যখন সাকিব আল হাসান খেলতে পারেনি ওই সময় ইন্ডিয়ার সাথে সে ৩ টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিলো অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিল তখন থেকেই আমি বলব সে মারাত্মক প্রো এক্টিভ ক্যাপ্টেন। এবং এই  টি-টোয়েন্টি ফরম্যাটে হাইয়েস্ট রান গেটার বাংলাদেশের হয়ে। দুজনই ই আসলে দুইটা ফরম্যাটে অসাধারণ কাজ করছেন।"

কোচ হিসাবে নিজের সেরাটা দিতে চান আশরাফুল। "চেষ্টা করবো যেনো আমি যেনো বেস্ট সার্ভিসটা দিতে পারি। প্লেয়াররা যাতে কমফোর্ট থাকতে পারে। আমি যেটা পারিনি হয়ত রেগুলার সাকসেস হতে সেই সিনিসটা যেনো আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারে। প্রতি ম্যাচেই যেনো রান করতে পারে। সেই ইচ্ছাটা আছে। সেই এক্সপেরিয়েন্স গুলো তাদের সাথে শেয়ার করবো যেনো তারা প্রত্যেক ম্যাচ না হলেও এভ্রি সেকেন্ড ম্যাচে যেনো রান করতে পারে। এটাই লক্ষ্য থাকবে।"