ওয়ানডে র্যাংকিংয়ে আবার ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 26 মিনিট আগে- 1
আইপিএল থেকে বিপিএলের দায়িত্ব পাচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি আইএমজি
- 2
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
- 3
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 4
সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
- 5
বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার

ওয়ানডে র্যাংকিংয়ে আবার ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ
ওয়ানডে র্যাংকিংয়ে আবার ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ
আইসিসির সবশেষ হালনাগাদ করা ওয়ানডে র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতায় ওয়েস্ট ইন্ডিজ দশ থেকে এখন ৯ নম্বরে। আর মেহেদী হাসান মিরাজরা কোনো ম্যাচ না খেলেই আবারও দশম স্থানে নেমে গেছেন।
ক্রিকেটের তিন সংস্করণের হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে হতাশাজনক খবর পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে এক ধাপ পিছিয়ে এখন দশম স্থানে নেমে গেছে টাইগাররা।
তবে আইসিসির অন্য দুই সংস্করণে অবশ্য বাংলাদেশের র্যাংকিংয়ের কোনো পরিবর্তন নেই। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশ আছে ১০ নম্বরে। তবে টেস্ট বাংলাদেশ আছে ৯ নম্বরে।
নতুন র্যাংকিং অনুযায়ী, ওয়ানডেতে বাংলাদেশ এখন ৭৭ রেটিং পয়েন্টের মালিক। যেখানে ৯ নম্বরে আসা উইন্ডিজের পয়েন্ট ৭৮। আইসিসির সবশেষ ওয়ানডে র্যাংকিং হালনাগাদের পর ৯ থেকে বাংলাদেশের অবস্থান গিয়ে ঠেকল ১০ নম্বরে।
২০০৬ সালের অক্টোবরের পর গত মে মাসে প্রথমবার ওয়ানডে র্যাংকিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবার উত্তরণ হয়েছিলো এক ধাপ। বাংলাদেশ নয় নম্বরে উঠেছিল। এবার না খেলেই ফের দশে নেমে গেছে মিরাজের দল।