মুস্তাফিজুর রহমান উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজুর রহমান উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে

মুস্তাফিজুর রহমান উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে

মুস্তাফিজুর রহমান উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে

বিশ্ব ক্রিকেটের দ্রুততম রূপের এই ফরম্যাটে বাংলাদেশকে গর্বিত করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক এবং ঘরোয়া মাঠে চমৎকার ছন্দ ধরে রাখার পর উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন একমাত্র বাংলাদেশি হিসেবে।

২০২৫ সালের টি-টোয়েন্টিতে মুস্তাফিজুরের পারফরম্যান্সকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট। কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তার বোলিং গড় ছিল ১৮.০৩, যা অন্য কোনো পেসারের কাছাকাছি নেই। স্ট্রাইক রেটে একমাত্র হোল্ডার তাকে ছাড়িয়ে গেছেন। পুরো বছর জুড়েই রান নিয়ন্ত্রণে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৬.৭৮ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজের সঙ্গে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, দুজন পেস অলরাউন্ডার স্যাম কারান ও জেসন হোল্ডার। দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। ওপেনিংয়ে থাকবেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা ও ফিল সল্ট। মাঝখানে খেলবেন দেভাল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিড।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।