নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু অনিশ্চিত লিটনের কণ্ঠেও প্রশ্ন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 25 মিনিট আগে
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু অনিশ্চিত লিটনের কণ্ঠেও প্রশ্ন
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু অনিশ্চিত লিটনের কণ্ঠেও প্রশ্ন
নিরাপত্তা আর রাজনীতির টানাপোড়েনে মাঠের ক্রিকেটের চেয়ে বড় হয়ে উঠেছে মাঠের বাইরের বাস্তবতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ততই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ যার কেন্দ্রে রয়েছে ভেন্যু, নিরাপত্তা এবং কূটনৈতিক বাস্তবতা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলের ভেন্যু। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের আগ্রহ জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে বোর্ডকে বোঝানোর চেষ্টা করলেও নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি। এর ফলেই বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগেও বাংলাদেশের ভেন্যু চূড়ান্ত হয়নি। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের খেলা নিয়েই এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
এই অনিশ্চয়তার আবহেই বিপিএলের একটি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে দলের ভেতরের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, "আসলে বিশ্বকাপে যেতে আরও অনেকদিন বাকি, আদৌ যাব কি না তা নিয়ে আমরা নিশ্চিত নই।"
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বোর্ডের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান লিটন। সরাসরি মন্তব্য না করে তিনি সংক্ষেপে বলেন, "নো কমেন্টস"
ভারত ও বাংলাদেশের চলমান রাজনৈতিক বৈরিতা বিশ্বকাপে প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে। বিষয়টির সংবেদনশীলতা বুঝিয়ে এ প্রসঙ্গে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, "আমি বুঝতে পারছি আপনি কী প্রশ্ন করবেন, তবে এটি আমার জন্য নিরাপদ নয়। এর কোনো উত্তর দেব না।"
এদিকে বিশ্বকাপের আগে এই ধরনের উইকেটে খেলা প্রস্তুতির জন্য কতটা সহায়ক এমন প্রশ্নেও অনিশ্চয়তার কথাই সামনে আনেন লিটন। বিশ্বকাপে আদৌ অংশগ্রহণ নিশ্চিত কি না, সেই প্রশ্ন তুলে তিনি আবারও বলেন, "আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আসলে বিশ্বকাপ যেতে আরও অনেকদিন বাকি, আদৌ যাব কি না তা নিয়ে আমরা নিশ্চিত নই।"
সব মিলিয়ে মাঠের প্রস্তুতির চেয়েও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের বাস্তবতা। আইসিসি ও বিসিবির আলোচনার ফল কী দাঁড়ায়, সেটির দিকেই তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
