ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
দেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে সিলেট টাইটান্স
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক
-
3
তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর
-
4
সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে
ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ
ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ
বাংলাদেশের শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। নতুন এই চুক্তির মাধ্যমে তিনি এখন থেকে ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন তাসকিন আহমেদ।
ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব তাসকিন আহমেদের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ওয়ালটন তাদের ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে চায় বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাসকিন বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত।
অন্যদিকে, দেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি ওয়ালটন এসির প্রচার ও বিভিন্ন ব্র্যান্ড কার্যক্রমে অংশ নেবেন।
ওয়ালটন কর্তৃপক্ষের আশা, তাসকিন আহমেদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ব্র্যান্ডটির সঙ্গে নতুন মাত্রা যোগ করবে এবং ভোক্তাদের কাছে ওয়ালটন এসিকে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেবে।
