বুলবুলের কণ্ঠে পরিষ্কার বার্তা- ভারত নয়, শ্রীলঙ্কাই ভেন্যু
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বুলবুলের কণ্ঠে পরিষ্কার বার্তা- ভারত নয়, শ্রীলঙ্কাই ভেন্যু
বুলবুলের কণ্ঠে পরিষ্কার বার্তা- ভারত নয়, শ্রীলঙ্কাই ভেন্যু
বিশ্বকাপের প্রস্তুতির চেয়েও বড় হয়ে উঠেছে ভেন্যু প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কড়া সময়সীমার মুখেও অবস্থান বদলায়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা কাটেনি উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত, তবে ভারতে নয়।
ভারতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। সর্বশেষ আইসিসি বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও আগের অবস্থানেই অনড় রয়েছে বোর্ড। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর সেই অবস্থানই আবারও জোরালোভাবে তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভেন্যু হিসেবে ভারতে নয় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতেই লড়াই চালিয়ে যাবে বিসিবি।
আইসিসির সর্বশেষ সভার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
‘আমরা আবারও চেষ্টা করবো আজকে আরও কী কী পথ আছে, সেটা আইসিসিকে বলা। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা খুব সন্দিহান। আমাদের প্রত্যেকটা লোক বিশ্বাস করতাম যে আইসিসি আমাদের আবেদন মেনে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশকে যখন আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’
বাংলাদেশের অংশগ্রহণ না থাকলে বিশ্বকাপের গুরুত্ব কমে যাবে এমন যুক্তি তুলে ধরে বিসিবি সভাপতি আরও বলেন,
‘বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমসের জন্য চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট-পাগল দেশ না যায়, তাহলে সেটা মনে হচ্ছে আয়োজকদের বড় ব্যর্থতা।’
সময় বেঁধে দেওয়ার পরও চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে বুলবুল বলেন,
‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো, এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করবো আরও কিছু বিষয় নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।’
শেষ পর্যন্ত ভেন্যু প্রশ্নে নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করে বিসিবি সভাপতির কণ্ঠে শোনা যায়,
‘আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে ভারতে যেতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই। আমাদের দল প্রস্তুত আছে।’
এদিকে আইসিসির সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বিসিবি। তবে আপাতত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রীলঙ্কা ভেন্যুতেই বিশ্বকাপ খেলার দাবিতে অনড় বাংলাদেশ।
