আইসিসির সতর্কবার্তা, মুস্তাফিজ ও সমর্থকদের কারণে নিরাপত্তা উদ্বেগ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির সতর্কবার্তা, মুস্তাফিজ ও সমর্থকদের কারণে নিরাপত্তা উদ্বেগ

আইসিসির সতর্কবার্তা, মুস্তাফিজ ও সমর্থকদের কারণে নিরাপত্তা উদ্বেগ

আইসিসির সতর্কবার্তা, মুস্তাফিজ ও সমর্থকদের কারণে নিরাপত্তা উদ্বেগ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যে দলে মুস্তাফিজুর রহমান থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যেই আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং এখন সংস্থার জবাবের অপেক্ষায় আছে।

আসিফ নজরুল, বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, "আমরা আইসিসিকে লিখেছি। এখন তাদের উত্তরের প্রত্যাশায় আছি। এর মধ্যেই আইসিসির নিরাপত্তা দলের পক্ষ থেকে একটি চিঠি এসেছে, যেখানে কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক করা হয়েছে।"।"

চিঠিতে উল্লেখ করা তিনটি বিষয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিকে গুরুতর করে তোলে। প্রথমত, যদি মুস্তাফিজুর রহমান দলে থাকেন। দ্বিতীয়ত, দেশের সমর্থকেরা জাতীয় দলের জার্সি পড়ে প্রকাশ্যে চলাফেরা করলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তৃতীয়ত, নির্বাচনের সময় যত এগোবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আসিফ নজরুল এ বিষয়ে মন্তব্য করেন, "এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারেনা।"

এদিকে, ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ভারতের কলকাতায় ম্যাচ আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, "বাংলাদেশ কখনোই নির্দিষ্ট করে কলকাতা থেকে ম্যাচ সরানোর কথা বলেনি। আমরা বলেছি—শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে ম্যাচ আয়োজন করা হোক। তাই ভারত বা আইসিসি যদি ভিন্ন কোনো পরিকল্পনা নেয়, বাংলাদেশ তা গ্রহণ করবে না।"

শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত যেকোনো জায়গায় যেতে রাজি বাংলাদেশ। জানান আসিফ নজরুল, "দুইটা ভেন্যু তো ভারতেই। ভারত তো ভারতই। আমাদের বক্তব্য যদি কোলকাতা থেকে চেঞ্জ করে শ্রীলঙ্কায় দেওয়া যায় কোন সমস্যা নাই। পাকিস্তানে করেন কোন সমস্যা নেই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোন সমস্যা নেই, তবে যে দেশে আমার প্লেয়ারের নিরাপত্তা নেই সেখানে না করুক।"