রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে আন্তর্জাতিক দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার সৈকত

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে আন্তর্জাতিক দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার সৈকত

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে আন্তর্জাতিক দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার সৈকত

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে আন্তর্জাতিক দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার সৈকত

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক যখন উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক ক্রিকেটে পেশাদারিত্বের এক ভিন্ন বার্তা দিলেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করে আলোচনায় এসেছেন তিনি।

রবিবার গুজরাটের ভাদোদারায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। মাঠে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিয়মিত আম্পায়ারিং করছিলেন সৈকত। গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচে দায়িত্ব পালনের পর আইসিসির ডাকে সাড়া দিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে ভারতে পৌঁছান তিনি। এমন এক সময়ে এই সফর, যখন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান জানিয়েছে। ফলে সৈকতের ভারতে উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা আলোচনার জন্ম দিয়েছে।

আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সুপরিচিত মুখ। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজের ব্রিসবেন টেস্টেও মাঠের দায়িত্বে ছিলেন তিনি। ৪৯ বছর বয়সী এই আম্পায়ার ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।